header banner

Bangladesh : স্বাভাবিক কারণেই কপালে ভাঁজ ইউনুসের

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কদিন আগে ভারত সফরে মার্কিন গোয়েন্দা অধিকর্তা তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard) বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা করেছিলেন। ওই মন্তব্যকে ‘বিভ্রান্তিকর’ বলেছিল মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) অন্তর্বর্তী সরকার। পালটা মার্কিন প্রশাসন জানিয়ে দিল, ভারতের প্রতিবেশী দেশের ঘটনা নিন্দনীয়। ঘটনা প্রবাহের দিকে নজর রাখা হচ্ছে। স্বাভাবিক কারণেই কপালে ভাঁজ পড়েছে ইউনুস প্রশাসনের।

{link}

এই নিয়ে বুধবার বাংলাদেশ (Bangladesh) পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের তরফে বিদেশ দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “যে কোনও দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর হিংসা কিংবা অসহিষ্ণুতার ঘটনার আমরা নিন্দা জানাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে বসবাসকারী সকলের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে পদক্ষেপ করলে আমরা স্বাগত জানাব। বর্তমানে পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা।” সব মিলিয়ে পরিস্থিতি যে বাংলাদেশের অনুকূলে নয়, তা সহজেই বোঝা যাচ্ছে।

{link}

এর মধ্যেই ভারত সফরে এসেছিলেন মার্কিন গুপ্তচর বাহিনীর প্রধান তুলসী গ্যাবার্ড। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে নির্যাতন, খুনের ঘটনা দুর্ভাগ্যজনক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান-সহ সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে চিন্তিত প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সরকার।” ইসলামিক মৌলবাদের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, “ইসলামপন্থী সন্ত্রাসবাদীদের হুমকি এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিশ্বব্যাপী কার্যকলাপ একটিই আদর্শ এবং লক্ষ্যের দিকে পরিচালিত। তা হল ইসলামিক খিলাফত।” ইসলামিক মৌলবাদীরা যে বিশ্বের কাছে ভয়াবহ তা আমেরিকা বার বার করে আগেও বলেছে। ভারত জানিয়েছে ইসলামিক মৌলবাদীর বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার সঙ্গে আছে ভারত।

{ads}

News Breaking News Tulsi Gabbard Bangladesh Muhammad Yunus সংবাদ

Last Updated :