header banner

Volodymyr Zelenskyy : অগত্যা মাথা নোয়াতে হলো জেলেনস্কিকে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইউক্রেন প্রেসিডেন্ট পড়েছেন উভয় সংকটে। একদিকে বিশাল শক্তিশালী রুশ বাহিনী আর অন্যদিকে ট্রাম্পের সঙ্গে 'বিরল খানি চুক্তি'। সেই চুক্তিতে সম্মত না হয়ে শুক্রবার রীতিমত ঝগড়া হয় দুই রাষ্ট্র নেতার। কিন্তু পরেই জেলেনস্কির (Volodymyr Zelenskyy) বুঝতে পারেন ট্রাম্প ছাড়া তাদের গতি নেই। অগত্যা শনিবার মাথা নোয়াতে হলো।

{link}

এদিন জেলেনস্কি বার্তা দিলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ট্রাম্পের (Donald Trump) সমর্থন ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি। এবং তিনি বিরল খনিজ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করতেও তৈরি। এক্স হ্যান্ডেলের বার্তায় রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের জন্য আমেরিকার প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি। মার্কিন সংসদ এবং আমেরিকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। জেলেনস্কির ভাষায়, “যাবতীয় সমর্থনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন কংগ্রেস এবং আমেরিকান জনগণের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনীয়রা সর্বদা এই সমর্থনের প্রশংসা করেছেন, বিশেষ করে এই তিন বছর যুদ্ধবিধ্বস্ত সময়ে।”

{link}

এখানেই থেমে না থেকে জেলেনস্কির আরও মন্তব্য করেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আমাদের জন্য খুব জরুরি। তিনি যুদ্ধের সমাপ্তি চান। কিন্তু আমাদের চেয়ে বেশি শান্তি কেউ চান না। ইউক্রেনে ভয়ংকর যুদ্ধের মধ্যে জীবন কাটাতে হচ্ছে আমাদের। এটা আমাদের স্বাধীনতার যুদ্ধ। আমাদের অস্তিত্বের সংকট।” আমেরিকার সঙ্গে বিরল খনিজের চুক্তি স্বাক্ষরে তৈরি ইউক্রেন, একথাও জানান জেলেনস্কি। আরও বার্তা দেন, প্রতিরক্ষা ও অর্থনীতিতে কিয়েভ-ওয়াশিংটন সম্পর্ক মজবুত হবে এই চুক্তির ফলে। “তবে এটুকও যথেষ্ট নয় ইউক্রেনের জন্য।”তিনি স্পষ্টতই রাশিয়ার সঙ্গে যুদ্ধে আমেরিকাকে পাশে পেতে চান।

{ads}

News Breaking News Ukraine Volodymyr Zelenskyy সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article