header banner

Volodymyr Zelenskyy : ট্রাম্পকে চিঠি লিখলেন জেলেনস্কি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে রাগ করে যে বেশিদিন টেকা যাবে না অবশেষে তা বুঝতে পেরেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাই তিনি চিঠি পাঠালেন ট্রাম্পের (Donald Trump) কাছে। ট্রাম্পকে চিঠি লিখে জানালেন, ট্রাম্পের নেতৃত্বে কাজ করতে প্রস্তুত তিনি। শান্তির লক্ষ্যে আলোচনার টেবিলে আসতেও প্রস্তুত। জেলেনস্কির সুমতি ফেরায় প্রসন্ন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে জেলেনস্কির বার্তা পড়ে শোনান ডোনাল্ড ট্রাম্প।

{link}

সেখানেই তিনি বলেন, মঙ্গলবার জেলেনস্কির থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি আমরা। যেখানে উনি বলেছেন, শান্তির লক্ষ্যে কাজ করতে আলোচনার টেবিলে আসতে প্রস্তুত উনি। এবং আমেরিকার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। নিঃসন্দেহে ওনার এই সিদ্ধান্ত প্রশংসনীয়। মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লেখার পাশাপাশি সোশাল মিডিয়াতেও এই বিষয়ে বার্তা দিতে দেখা গিয়েছে জেলেনস্কিকে। সেই চিঠি সামনে আসার পরেই কূটনৈতিক মহল মনে করছে এবার হয়তো রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে চলেছে। এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লেখেন, ‘শুক্রবার হোয়াইট হাউসে আমাদের বৈঠক যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। যা ঘটেছে তা দুঃখজনক। তবে সময় এসেছে পরিস্থিতি ঠিক করার।

{link}

শান্তির লক্ষ্যে কাজ করতে আগ্রহী আমরা। এই মুহূর্তে ইউক্রেনবাসীর চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। আমার দল এবং আমি স্থায়ী শান্তি অর্জনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।’ পাশাপাশি তিনি লেখেন, ‘যুদ্ধ থামানোর প্রথম পদক্ষেপ হতে পারে বন্দিমুক্তি ও যুদ্ধবিরতি। রাশিয়া যদি এই পথে হাঁটে তবে আমরাও প্রস্তুত। পরবর্তীতে ধাপে ধাপে শক্তিশালী চুক্তি সম্পন্ন করতে আমেরিকার সঙ্গে কাজ করতে তৈরি আমরা।’ স্বাভাবিক কারণেই জেলেনস্কির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিশ্বের শান্তিকামি মানুষ।

{ads}

News Breaking News Volodymyr Zelenskyy Donald Trump সংবাদ

Last Updated :