header banner

Nirmala Sitharaman : ক্যান্সার ও বিরল রোগের ওষুধে জিএসটি শূন্য

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : GST স্ল্যাবের আমূল পরিবর্তন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ইতিমধ্যে তা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী সীতারমন (Nirmala Sitharaman)। অর্থমন্ত্রী (Finance Minister) জানিয়েছেন, জিএসটি ২.০ চালু হবে আগামী ২২ সেপ্টেম্বর। আর সেখানে একাধিক ক্ষেত্রে যেমন কমবে জিএসটি (GST), তেমনই শূন্যও হয়ে যাবে অনেক ক্ষেত্রে। জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে এবার শূন্য হতে চলেছে জিএসটি।

{link}

ফলে, এই দুই ধরনের বিমার প্রিমিয়াম কমবে অনেকটাই। এতদিন যে প্রিমিয়াম ছিল ১১ হাজার ৮০০ টাকা, একলাফে সেই প্রিমিয়াম নেমে যাবে ১০ হাজার টাকায়। আর এতে লাভবান হবেন দেশের সাধারণ মানুষ। এ ছাড়াও টার্ম পলিসি, এনডাওমেন্ট পলিসি ও ইউলিপেরমতো পলিসির প্রিমিয়ামেও থাকছে না কোনও জিএসটি। সবটা মিলিয়ে কেন্দ্রীয় কোষাগাড়ে কিছুটা আঘাত পড়লেও উপকার হবে মানুষের। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে,৩৩টি জীবনদায়ী ওষুধের জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে।

{link}

এ ছাড়াও ৩টি ওষুধ যাদের জিএসটি ৫ শতাংশ ছিল, তাও কমিয়ে শূন্য করে দেওয়া হয়েছে। ক্যান্সার, বিরল রোগ ও অন্যান্য দীর্ঘদিনের রোগের চিকিৎসার খরচ এতে অনেকটাই কমবে বলে আশা করছে কেন্দ্র। এ ছাড়াও জিএসটি শূন্য হয়েছে পড়াশোনার সঙ্গে যুক্ত একাধিক জিনিসে। ম্যাপ, চার্ট ও গ্লোবের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে হয়েছে শূন্য। পেনসিল, শার্পনার, ক্রেয়ন ও প্যাস্টেল রংয়ের উপরও জিএসটি শূন্য হয়েছে।

{ads}

 

News Breaking News Nirmala Sitharaman GST Finance Minister সংবাদ

Last Updated :