header banner

সর্বকালীন রেকর্ড ভেঙে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৩ লাখ ৮০ হাজার, মৃত ৩৬৪৫

article banner

সাময়িক স্বস্তি, কথাটা সাময়িক হয়েই রয়ে গেল। বাড়তে থাকা সময়ের সাথেই ভয়াবহ থেকে আরও ভয়াবহ রূপ প্রকাশ্যে আসছে করোনা ভাইরাসের। আর ভারতে বর্তমান কোভিড পরিস্থিতির চিত্র সামনে এলে কেঁপে উঠছে হৃদয়। প্রায় প্রতিদিনই বিশ্বের বুকে রেকর্ড করে করেছে বর্তমান ভারতের কোভিড পরিস্থিতি। গত দু দিনে কিছুটা কমেছিল করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা। কিন্তু বুধবার তা ফের শীর্ষে এক নতুন রেকর্ড করে বসল। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া শেষ রিপোর্ট অনুযাই দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের প্রকোপের পড়েছেন্ম প্রায় ৩ লক্ষ্য ৮০ হাজার মানুষ। রেকর্ড হয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাতেও। 

{link}
বুধবার সকালে দেওয়া স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযাই গত ২৪ ঘন্টায় নতুনভাবে দেশে করোনা ভাইরাসের কবলে পড়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭জন। গত ২৪ ঘন্টায় প্রান হারিয়েছেন ৩৬৪৫ জন। অর্থাৎ দৈনিক আক্রান্ত ও মৃত্যু এই দুইয়ের নিরিখেই আজ রেকর্ড গড়েছে এই মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় করোনার কবলমুক্ত হয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৫০৭ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩০ লক্ষ ৮৪ হাজার ৮১৪। সংখ্যাটা সত্যিই উদ্বেগজনক। ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জন এখনও পর্যন্ত দেশে এই ভাইরাসের আঘাতে প্রান হারিয়েছেন। টিকাকরন চলছে কিন্তু সেখানেও বিপাকে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। অক্সিজেনের অভাব বিপুলভাবে ভোগাচ্ছে স্বাস্থ্যকেন্দ্র ও আক্রান্তদের। সবমিলিয়ে, কোভিডে দ্বিতীয় ধাক্কা সামলাতে বর্তমানে কার্যত নাজেহাল অবস্থা কেন্দ্রের।
{ads}

covid-19 covid-19 daily update covid-19 new cases covid-19 situation in India কোভিড পরিস্থিতি করোনাভাইরাস News West Bengal India

Last Updated :