header banner

Donald Trump : ভারত নয়, আমেরিকায় তৈরি হোক আইফোন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকাতেই তৈরী করতে হবে আই ফোন (i phone) ও তা আমেরিকায় বিক্রি করতে হবে। তিনি বলেন, আমেরিকায় তৈরি না করে সেই আইফোন মার্কিন মুলুকে বিক্রি করলে অ্যাপলের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এমনই হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ।

{link}

ট্রুথ সোশালে তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, আগেই টিম কুককে এমন প্রস্তাব দিয়ে রেখেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘আমি দীর্ঘ সময় আগেই অ্যাপলের টিম কুককে জানিয়েছিলাম যে, আমেরিকায় তৈরি আইফোনই আমেরিকায় বিক্রি হবে, এমনটাই আমার প্রত্যাশা। ভারতে বা অন্যত্র তৈরি হবে না। কিন্তু তা যদি না হায় সেক্ষেত্রে অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে অ্যাপলের উপরে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।’ যদিও এটা পরিষ্কার নয় যে, ট্রাম্পের আদৌ এমন শুল্ক চাপানোর আইনি অধিকার রয়েছে। তবুও এমন পোস্টের পরই অ্যাপলের শেয়ার ২.৫ শতাংশ পড়ে গিয়েছে।

{link}

এখনও পর্যন্ত ট্রাম্পের এহেন হুমকির জবাবে কিছু জানায়নি টিম কুকের সংস্থা। বছরখানেক আগে শোনা গিয়েছিল, ভারতে নিজেদের ব্যবসা আরও ছড়িয়ে দিতে চাইছে অ্যাপেল। সেই জন্যই ভারতীয়দের নিয়োগ করার কথা ভাবছে সংস্থার কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান, আগামী তিন বছরে অন্তত ৫ লক্ষ ভারতীয়কে নিয়োগ করবে তারা। শুধু তাই নয়, ভারতেই নিজেদের পণ্য উৎপাদনে আগ্রহী মার্কিন সংস্থাটি। আগামী ৪-৫ বছরে অন্তত ৩ লক্ষ কোটি টাকার পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাদের। কারণ ভারতে অ্যাপেলের চাহিদা লাফিয়ে বাড়ছে।

{ads}

News Breaking News i phone Donald Trump সংবাদ

Last Updated :