এ যেন কোনো হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাওয়ার আনন্দ। শিয়ালদহ স্টেশন হোক কিংবা হাওড়া স্টেশন, দুই স্টেশনেই বুধবার ক্যামেরায় ধরা পড়েছে যাত্রীদের হাসিমুখের ছবি। অবশেষে লকডাউনের এতদিন পর চালু হয়েছে লোকাল ট্রেন। নিত্যদিনের যাতায়াতের মাধ্যমকে ফিরে পেয়ে জীবনের পুরোনো ছন্দ ফিরে পেয়েছেন তাঁরা। যাত্রীদের মধ্যে করোনা সতর্কতা অবলম্বন লক্ষ করে যাত্রীদের সাথে খুশি রেলকর্মীরা। আজ এক কথায় ফের প্রান ফিরে পেল হাওড়া ও শিয়ালদহ স্টেশন।
{ads}