header banner

বিজেপি-বিরোধী জোটের পাশ থেকে সরে দাঁড়ালেন পাওয়ার?

article banner

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সপ্তাহে দিল্লি সফর করেছেন। থাকার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সম্ভাব্য ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি বিরোধী দলের কয়েকজন নেতার সঙ্গেও দেখা করেন। অধভুতভাবে এখনও অবধি পাওয়ারের সাথে সাক্ষাৎ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

যদিও পাওয়ার আপাতত রয়েছেন মহারাষ্ট্রে। দিল্লিতে থাকলেও তাঁর মেয়েও দেখা করেননি তৃণমূল নেত্রীর সঙ্গে। সেই কারণেই জল্পনা জোরাল হয়েছে, বিজেপির তরফে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেয়েই কি বিজেপি-বিরোধী জোটের পাশ থেকে সরে দাঁড়ালেন পাওয়ার!

এনসিপি  নেতা শরদ পাওয়ারকে মধ্যমণি করেই বিজেপি-বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন তৃণমূল নেত্রী। এর প্রধান কারণ বিভিন্ন আঞ্চলিক দলের কাছে পাওয়ারের গ্রহণযোগ্যতা। পাওয়ারকে ঘিরে মহাগটবন্ধনের গাঁটছড়া বাঁধতে উঠেপড়ে লাগেন তৃণমূল নেত্রী। সেই কারণেই তিন-তিনবার পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতার ‘দূত,  ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোর ওরফে পিকে। দুবার পিকে দেখা করেন মহারাষ্ট্রে গিয়ে। আর তৃতীয়বার তিনি দেখা করেন দিল্লিতে। পাওয়ারের বাড়িতেই সেবার আয়োজন করা হয়েছিল বিজেপি বিরোধী বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের নিয়ে বৈঠক। ওই বৈঠকে কংগ্রেসের কয়েকজনকে ডাকা হলেও, তাঁরা গরহাজির ছিলেন।

পিকের সঙ্গে পাওয়ারের বৈঠকের দিনই বিকেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শোনা যাচ্ছে, সেই সময় পাওয়ারকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফে। বছর ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। তাই পাওয়ারকেই ওই পদে প্রার্থী করতে উদ্যোগী হয়েছেন গেরুয়া শিবির।

অসমর্থিত একটি সূত্রের খবর, এই কারণেই এই মুহুর্তে দিল্লি থেকে বহু দূরে রয়েছেন এনসিপি নেতা সরদ পাওয়ার। দিন চারেক ধরে দিল্লিতে থাকলেও পাওয়ার কন্যা,সুপ্রিয়া সলের সাথে একবারও  দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করা হয়নি কোন ফোনও।  তার পরেই ছড়িয়েছে জল্পনা, তাহলে কি নরেন্দ্র মোদির সাথে সাক্ষ্যাতের পরেইও কি তৃণমূল নেত্রীর জোটের পাশ থেকে সরে দাঁড়ালেন বর্ষীয়ান এনসিপি নেতা?অন্তত এমনই জল্পনা পাক খাচ্ছে দিল্লি জুড়ে।

{links}

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সপ্তাহে দিল্লি সফর করেছেন। থাকার সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সম্ভাব্য ঐক্যবদ্ধ বিরোধী ফ্রন্ট নিয়ে জল্পনা বাড়িয়ে তিনি বিরোধী দলের কয়েকজন নেতার সঙ্গেও দেখা করেন। অধভুতভাবে এখনও অবধি পাওয়ারের সাথে সাক্ষাৎ হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । 
যদিও পাওয়ার আপাতত রয়েছেন মহারাষ্ট্রে। দিল্লিতে থাকলেও তাঁর মেয়েও দেখা করেননি তৃণমূল নেত্রীর সঙ্গে। সেই কারণেই জল্পনা জোরাল হয়েছে, বিজেপির তরফে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব পেয়েই কি বিজেপি-বিরোধী জোটের পাশ থেকে সরে দাঁড়ালেন পাওয়ার!


এনসিপি  নেতা শরদ পাওয়ারকে মধ্যমণি করেই বিজেপি-বিরোধী জোটের সলতে পাকানোর কাজ শুরু করেছিলেন তৃণমূল নেত্রী। এর প্রধান কারণ বিভিন্ন আঞ্চলিক দলের কাছে পাওয়ারের গ্রহণযোগ্যতা। পাওয়ারকে ঘিরে মহাগটবন্ধনের গাঁটছড়া বাঁধতে উঠেপড়ে লাগেন তৃণমূল নেত্রী। সেই কারণেই তিন-তিনবার পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতার ‘দূত,  ইলেকশন স্পেশালিস্ট প্রশান্ত কিশোর ওরফে পিকে। দুবার পিকে দেখা করেন মহারাষ্ট্রে গিয়ে। আর তৃতীয়বার তিনি দেখা করেন দিল্লিতে। পাওয়ারের বাড়িতেই সেবার আয়োজন করা হয়েছিল বিজেপি বিরোধী বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের নিয়ে বৈঠক। ওই বৈঠকে কংগ্রেসের কয়েকজনকে ডাকা হলেও, তাঁরা গরহাজির ছিলেন। 


পিকের সঙ্গে পাওয়ারের বৈঠকের দিনই বিকেলে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । শোনা যাচ্ছে, সেই সময় পাওয়ারকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফে। বছর ঘুরলেই রাষ্ট্রপতি নির্বাচন। তাই পাওয়ারকেই ওই পদে প্রার্থী করতে উদ্যোগী হয়েছেন গেরুয়া শিবির। 
অসমর্থিত একটি সূত্রের খবর, এই কারণেই এই মুহুর্তে দিল্লি থেকে বহু দূরে রয়েছেন এনসিপি নেতা সরদ পাওয়ার। দিন চারেক ধরে দিল্লিতে থাকলেও পাওয়ার কন্যা,সুপ্রিয়া সলের সাথে একবারও  দেখা করেননি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করা হয়নি কোন ফোনও।  তার পরেই ছড়িয়েছে জল্পনা, তাহলে কি নরেন্দ্র মো

news BJP Congress NCP Narendra Modi Sarad Pawar Mamata Banerjee CM Prashant Kishor West Bengal Delhi

Last Updated :