header banner

বাংলাদেশে ইস্কন মন্দিরে ভাঙচুর ও নোয়াখালির ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল

article banner

 শিলিগুড়ি, ১৮ই অক্টোবর: ইস্কন মন্দির ও দুর্গা মন্ডপে ভাঙাচুর হওয়ার ঘটনাকে ঘিরে ক্রমশ উত্তাপ বাড়ছে বাংলাদেশে, তার সাথেই আরও জটিলতর হয়ে উঠছে পরিস্থিতি। সোমবার বাংলাদেশে ইস্কন মন্দিরে ভাঙচুর ও ধর্মীয় প্রতিষ্ঠানে দুষ্কৃতী হামলার বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ জানালো বিশ্ব হিন্দু পরিষদ। আজ শিলিগুড়ির হাসমি চকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কালো ব্যাচ পরে ধিক্কার মিছিল বার করা হয়, মিছিলে সংগঠনের সদস্যদের পাশাপাশি প্রতিবাদ মিছিলে পা মেলান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। মিছিলটি হাসমি চক হয়ে হিলকার্ড রোড ধরে মহকুমা দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ কারীদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিক শেখ হাসিনা সরকার। পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রে এই ধরনের ঘটনায় বাংলাদেশকে কড়া বার্তা দিক এ দেশের প্রধান মন্ত্রী এই দাবীও তুলেছেন তারা। এই দুঃসাহসিক ঘটনা পুনোরবৃত্তি যাতে না ঘটে তা সুনিশ্চিত করুক বাংলাদেশ সরকার, এমনি দাবিপত্র নিয়ে মহকুমা শাসকের মাধ্যমে দেশের প্রধান মন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এক স্মারক লিপি প্রদান করা হয়।

{link}
উল্লেখযোগ্য ভাবে ধর্মীয় হিংসার কারনে ঘটে যাওয়া এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও পরিস্কারভাবে জানা যায়নি। ইতিমধ্যেই দোষীরা যেই হোক না কেন তাদের শাস্তি হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ইস্কন কতৃপক্ষের তরফ থেকে সরাসরি চিঠি দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জেও। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের মানুষ এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়ায়। এতো কিছুর পরেও জট কিন্তু এখনও অব্যাহত রয়েছে। 

{ads}

News protest Bangladesh Isckon Temple Noakhali Siliguri West Bengal India সংবাদ বাংলাদেশ নোয়াখালি শিলিগুড়ি

Last Updated :