header banner

ভাগলপুরে শক্তিশালী বোম বিস্ফোরণে বাড়ি ভেঙে মৃত ১০, আহত ১২,তদন্তে পুলিশ

article banner

নিজস্ব সংবাদদাতা,বিহারঃ বৃহস্পতিবার রাত্রে বিহারের ভাগলপুর শহরের কাজবলি চকে শক্তিশালী বোম বিস্ফোরণে একটা বাড়ী ভেঙে যাওয়াতে প্রায় ২৫ জন আহত হয় যারমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং বাকীদের মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর ভাগলপুর পুলিশকে শহরে উগ্রপন্থীরা আশ্রয় নিয়ে বোমা তৈরীর কাজ করছে বলে একটা রিপোর্ট পাঠিয়েছিল। কিন্তু ভাগলপুর পুলিশ গুরুত্ব না দেওয়াতে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ প্রচন্ড বোমা বিস্ফোরণের আওয়াজে কাজবলি চক কেঁপে ওঠে। 

{link}

এলাকার বাসিন্দা নবীন মন্ডল এবং গণেশ মন্ডলের বাড়ীর মাঝখানে আজাদের বাড়ীতে বোমা বিস্ফোরণ হয়েছে বলেই পুলিশের অনুমান। স্থানীয় সূত্রের খবর,বিস্ফোরণের ফলে একটি বাড়ী সম্পূর্ণভাবে ভেঙে যায় এবং আশেপাশের চার থেকে পাঁচটা বাড়ী ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। স্থানীয় বাসিন্দা নির্মল সাহ ওরফে লাড্ডু ঘটনার বিবরণে জানান, বৃহস্পতিবার রাত্রে তিনি খাবার খেয়ে বাড়ীর বাইরে বসেছিলেন। ঠিক সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয়। তিনি কিছু বোঝার আগেই তার বাড়ী ভেঙে পড়ে যায় এবং তাতে পরিবারের সব সদস্য চাপা পড়ে যায়। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্বভব হয়েছে। বোমার ধোঁয়াতে এলাকা অন্ধকার হয়ে যায়, আশেপাশের কয়েকটা বাড়ীর ছাদও ধ্বসে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে ডিআইজি সুজিত কুমার জানান, এফ এস এল টীম তদন্ত করার পর জানা যাবে কীধরনের বোম ব্যাবহৃত হয়েছে। ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা সম্বভব হয়েছে এবং উদ্ধার কার্য চলছে। পুলিশের অনুমান,আসন্ন সবেবরাত উপলক্ষে বোমা বানাচ্ছিল আজাদের পরিবারের এক সদস্য এবং মৃত সেই সদস্য বোমা বানানোতে পারদর্শী ছিলেন। সূত্রের খবর, উক্ত বাড়ীতে ইতিপূর্বে কয়েক বার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ কিন্তু বৃহস্পতিবারের বিস্ফোরণ সম্পূর্ণভাবে আলাদা। ঘটনাস্থল থেকে বোমা বানাবার বারুদের সাথে প্রচুর পরিমানে ছোট লোহার টুকরো পাওয়া যাওয়াতে সন্দেহ আরো দৃড় হচ্ছে তবে গোয়েন্দা দপ্তর এবং বোম স্কোয়াড যৌথভাবে তদন্তে নেমেছে।

{link}

কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ভাগলপুরের দুই ব্যাক্তিকে বিস্ফোরক সহ কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছিল, কিছুদিন আগেই ভাগলপুরের নাথনগর রেলস্টেশনের ২ নং প্লাটফর্মে ডিটোনেটর  উদ্ধার হয়েছিল। তার কিছু দিন পর নাথনগর রেলস্টেশনের কিছুদূর বোমা বিস্ফোরণে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ভাগলপুরের কাজবলি চক,ববরগঞ্জ,হবীবপুর,বরারী এবং আসানন্দপুরে কয়েক বার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা দপ্তর বহুবার ভাগলপুর পুলিশকে সচেতন হবার জন্য রিপোর্ট করেছিলেন কিন্তু ভাগলপুর পুলিশ গুরুত্ব না দেবার কারণে ভাগলপুর শহরে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে।

{ads}

news Bhagalpur Bihar Bomb blast police bomb squad death breaking news India সংবাদ বিহার বোমা বিস্ফোরণ

Last Updated :