header banner

চপার দুর্ঘটনায় প্রয়াত সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত

article banner

দুঃসংবাদ, যে দুঃসংবাদের কারনে বর্তমানে শোকস্তব্ধ সারা দেশের মানুষজন। শেষ নিশ্বাস ত্যাগ করলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক। আজ  কুন্নুরের চপার দুর্ঘটনায় মৃত্যু হল সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের। ভারতবর্ষের এই বীর সন্তান ছাড়াও মৃত্যু হয়েছে সেনা কপ্টারে সওয়ার আরও ১২ জনের। বর্তমান সময়ে এই দুর্ঘটনায় ও মৃত্যুসংবাদে শোকের আবহ দেশজুড়ে।

{link}
আজ নীলগিরির দুর্ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তাঁর শরীরে ৮৫ শতাংশ পুড়ে গিয়েছে। দ্রুততার সাথে  ভরতি করা হয় ওয়েলিংটন সেনা হাসপাতালে। সেনা সর্বাধিনায়কের চিকিৎসার জন্য তৈরি হয়েছিল ৬ সদস্যের মেডিক্যাল টিমও। কিন্তু বৃথাই চেষ্টা, বৃথাই সমস্ত লড়াই, শেষরক্ষা হল না। নিজের জীবনাবসান ঘটিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন সস্ত্রীক বিপিন রাওয়াত। 
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, ওই দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। সন্ধে ৬টা নাগাদ ভারতীয় সেনার তরফে সেনা সর্বাধিনায়কের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। জানানো হয়, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও মৃত্যু হয়েছে। মৃতদের শরীরের ৮৫ শতাংশই পুড়ে গিয়েছে। ফলে মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে বলে খবর। এদিকে এখনও মৃত্যুর সঙ্গে এখনও পাঞ্জা লড়ছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। গুরুতর আহত তিনি। 

প্রসঙ্গত, বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় কপ্টারে। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রান হারান বিপিন রাওয়াত সহ বিমানে উপস্থিত আরও ১২ জন। দেশের বীর এই যোদ্ধার প্রয়ানে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী। শোকের আবহ সারা দেশ জুড়ে। 
{ads}

news India Indian Army CDS Bipin Rawat Central Defensive Staff death helicopter crash

Last Updated :