header banner

বাচ্চাদের আচরণ খারাপ হলে শাস্তি পেতে হবে বাবা-মায়েদের! এমনই আইন আনতে চলেছে চিন

article banner

বাচ্ছারা কোন ভুল কাজ করলে আমরা সকলেই সচরারচর বলে থাকি, “বাচ্চা কে দোষ দিয়ে কি লাভ, মা বাবা মানুষ করতে পারেনি” কিংবা “মা বাবার থেকে যেমন শিক্ষা পাবে তেমনটাই তো হবে”। আমরা তো বলে দিই কিন্তু সত্যিই কি এর পিছনের সত্যটা ভেবে দেখি? যদিও অনেকটা এইরকম আমাদের কিংবা আমাদের চারপাশের মানুষদের করা মন্তব্যের মতোই একটি আইন আনতে চলেছে প্রতিবেশী দেশ চিন।


বাচ্চাদের আচরণ খারাপ হলে শাস্তি পেতে হবে বাবা-মায়েদের! এমনই আইন আনতে চলেছে ভারতের পড়শি দেশ চিন। সে দেশে সংসদে দ্রুত এই আইন আনতে চলেছে সরকার। কিছুদিনের মধ্যেই লাগুও হয়ে যাবে নয়া আইন। তার পরেই সন্তানের কৃতকর্মের শাস্তি পেতে হবে অভিভাবকদের।

 {link}
চিনে চালু রয়েছে পারিবারিক শিক্ষা প্রচার আইন। এই আইন অনুযায়ী, দেশের প্রত্যেক বাসিন্দা তাঁদের সন্তানদের দেবেন মূল্যবোধের পাঠ। সন্তান যদি ঠিকঠাক মূল্যবোধে শিক্ষিত হয়, তবে চিনাদের বিশ্বাস, সে ‘খুব খারাপ আচরণ’  বা অপরাধ করবে না। তাই এ দেশে মূল্যবোধের পাঠ জরুরি। পারিবারিক শিক্ষার অভাবের কারণেই যে শিশুরা ‘বিপথগামী’ হয়, তা মেনে নিয়েছেন চিনা সরকারের কর্তাব্যক্তিরা। ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধীনে লেজিসলেটিভ অ্যাফেয়ার্স কমিশনের মুখপাত্র জ্যাং টিওয়েই বলেন, শিশু কিংবা কিশোর-কিশোরীদের দুর্ব্যবহারের অনেক কারণ রয়েছে। এর মধ্যে পারিবারিক শিক্ষার অভাবই এর প্রধান কারণ।


চলতি সপ্তাহেই বসবে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির অধিবেশন। ওই অধিবেশনের খসড়ায় পারিবারিক শিক্ষা প্রচার আইনের পর্যালোচনা করা হবে। অভিভাবকদের তাদের সন্তানদের জন্য বিশ্রাম, খেলাধূলা এবং ব্যায়ামের ব্যবস্থা করার আহ্বানও জানানো হবে। 

{link}
কমবয়সীদের মধ্যে নেট আসক্তিও ভাবিয়ে তুলেছে চিনা প্রশাসনকে। সেজন্য অনলাইন গেমস, ইন্টারনেট সেলিব্রিটিদের অন্ধভাবে অনুসরণ করা বন্ধের জন্য বেজিং আরও কড়া আইন আনার ব্যবস্থা করছে। শোনা যাচ্ছে, সে দেশের শিক্ষামন্ত্রক দেশের নাবালকদের কেবল শুক্র, শনি এবং রবিবার এক ঘণ্টার জন্য অনলাইন গেম খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। 


কড়া শাসন বোধহয় একেই বলে। দেশজুড়ে এহেন শাসনই লাগু করতে চলেছে চিনের সরকার। এটা একদিক দিয়ে সেখানকার কিশোর ও যুব সম্প্রদায়ের জন্য ভালো সিদ্ধান্তও বলছেন অনেকেই। আজকাল কার যুব এবং কিশোর সহ শিশু সমাজ সত্যিই মোবাইলের প্রতি বড়ো আসক্ত। কিন্তু স্বাধীনতা… সেটায় কোথাও গিয়ে সত্যিই বাঁধা পড়ছে না তো? 
{ads}

news International China Rules Children parents India mother father politics China Government

Last Updated :