header banner

আফগানিস্তানের প্রভাব ভারতেও, সক্রিয় হতে পারে জঙ্গিগোষ্ঠীর স্লিপার সেল

article banner

গত রবিবার কাবুল দখলের পর সারা বিশ্বকে নিজের শক্তি দেখাতে চাইছে তালিবান।তাই ভারতের গোয়েন্দাদের অনেকের সন্দেহ আফগানিস্তানের প্রভাব পড়ছে ভারতেও! তালিবানের বাড়বাড়ন্তে সক্রিয় হতে পারে এ রাজ্যে ও বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেল। ওই সেলের সদস্যদের নিয়ে চিন্তায় পুলিশ প্রশাসন। বাংলাদেশের জেএমবির মতো জঙ্গি সংগঠনগুলি এ রাজ্যে ফের মাথা চাড়া দিতে পারে বলে মনে করছে পুলিশ। জঙ্গি কার্যকলাপে রাশ টানতে ইতিমধ্যেই রাজ্যের গলি, তস্য গলিতেও নিজেদের নেটওয়ার্ক বাড়ানোর কাজ চালু করেছেন রাজ্য ও কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা।

 {link}
দিন কয়েক আগেই কাবুল দখল করেছে তালিবান। পতন হয়েছে নির্বাচিত সরকারের। এর পরেই আফগানিস্তানের এই জঙ্গি গোষ্ঠী পৃথিবীর বেশ কিছু জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে বলে সূত্র মারফৎ খবর পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। গোয়েন্দাদের অনুমান, গোটা বিশ্বে নিজেদের শক্তি জাহির করতে উদগ্রীব তালিবান। তাই ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সখ্য গড়ে তুলতে চাইছে তারা। এতেই অশনি সংকেত দেখছেন গোয়েন্দারা।

{link} 
সূত্রের খবর, ২০০৭ সালে বাংলাদেশে কাজ শুরু করলেও, ২০১৩ সালে এবিটিকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার। অস্তিত্ব বাঁচাতে নাম বদলে নেয় ওই জঙ্গি সংগঠন। এরাই ২০১৬ সালে বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় আল কায়েদা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সঙ্গে আনসারুলের দাওয়াহিল্লা একটি বৈঠকের সময় নতুন করে নাশকতার ডাক দেওয়া হয় বলে জানতে পারেন এ দেশের গোয়েন্দারা। নিজেদের বক্তব্য সংগঠনের সদস্যদের কাছে পৌঁছে দিতে আনসার উল বাংলা নামে একটি ওয়েবসাইটও খুলেছিল ওই জঙ্গি গোষ্ঠী। এর সার্ভার রাখা ছিল পাকিস্তানে। স্বাভাবিকভাবেই এই জঙ্গি গোষ্ঠীই মাথাব্যথার কারণ ভারতীয় গোয়েন্দাদের।
{ads}

news Kabul Afghanistan Terrorist Taliban Laskar-e-taiba jaish-e-mohommad Bangladesh West Bengal India

Last Updated :