header banner

মায়াপুর ইসকন মন্দিরে প্রারম্ভ হল দামোদর ব্রত পালন

article banner

শ্রীকৃষ্ণের লীলা কে না জানে, জগৎ সংসার জুড়ে বহু বহু মানুষ তার লীলায় আজও মজে আছেন। কেউবা তাকে পূজা করেন ঘরের ছেলে হিসেবে, কেউবা পুজো করেন গৃহ দেবতা হিসেবে। সেই শ্রীকৃষ্ণের দাম বন্ধো লীলা বা দামোদর ব্রত শুরু হল নবদ্বীপে। চলবে একমাসব্যাপী। শ্রী মায়াপুর ইসকন মন্দিরে রাধা মাধবের বিগ্ৰহের সামনে এই এক মাস চলবে এই বিশেষ দ্বীপ দান অনুষ্ঠান।

{link}

এই দীপ দানের মাধ্যমে জাগতিক সমস্ত দুঃখ কষ্ট দূর হয়, ভগবানের কৃপা লাভ করা যায়… বলে ধারনা করেন কৃষ্ণ ভক্তরা। অগণিত ভক্ত এবং এলাকাবাসী সহো গৃহ ভক্তরা দলে দলে সন্ধ্যা আরতির পরে দ্বীপ দান করতে ইসকন মন্দিরে উপস্থিত হচ্ছেন এবং তারা দ্বীপদান করছেন। গোপালের আশির্বাদ লাভ করতেই এসেছেন সকলে। 

{ads}

news Krishna Hare Krishna God Krishna Nabadwip Mayapur Yadav Hinduism Damodar Brat India

Last Updated :