header banner

ধ্বসের প্রভাবে বিপর্যস্ত সিকিম, এখনও আটকে প্রায় ৩০০০ পর্যটক

article banner

নিজস্ব সংবাদদাতাঃ ধ্বসের কারনে শুধুমাত্র বিপদের সম্মুখীন নয়, কার্যত বিপর্যস্ত গোটা সিকিম। যা ভাবা হয়েছিল তার চাইতে অনেক বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে সিকিমের একাধিক এলাকা। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম পর্যটনকেন্দ্র বর্তমানে কার্যত লন্ডভন্ড। গতকালও চারজনকে উদ্ধার করা হয়েছে। এখনো প্রায় তিনহাজার পর্যটক সিকিমে আটকে আছেন বলে খবর।

{link}
ধ্বসে বিপর্যস্ত সিকিমের চেহারা এতটাই বিদ্ধস্ত হয়ে আছে যে সাধারন মানুষকেই অসুবিধা হচ্ছে চলাফেরা করতে। সিকিমের কয়েকটি জায়গাতে গত তিনদিন ধরে আলো নেই। সিকিম সহ গোটা গ্যাংটকে আলো না থাকায় জলের প্রচণ্ড সমস্যা বেড়েছে।এখনো যেসব পর্যটক সিকিম থেকে বাইরে যেতে পারেন নি তারা প্রচণ্ডভাবে সমস্যার মধ্যে পড়ে আছেন। সিকিমের অধিকাংশ রাস্তা বন্ধ থাকায় লোকজন আসা যাওয়া ঠিকভাবে করতে পারছেন না। এখনো বেশিরভাগ সরকারি অফিস বন্ধ হয়ে আছে সিকিমে।ধসের পরে দুদিন থেকে বৃষ্টিপাত হওয়ায়  আবার ধস নামাতে পারে বলে আশঙ্কা করছেন সিকিমের প্রশাসন।পর্যটকদের আপাতত সিকিমে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে সিকিম সরকারের পক্ষ থেকে। সিকিমের সেনাবাহিনী গতকাল থেকে আজ সকাল পর্যন্ত প্রায় নয়শোজন পর্যটককে উদ্বার করেছে বলে খবর পাওয়া গেছে।

{link}
ধ্বসে আক্রান্ত সিকিমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত এবং ভূটান।যেসব পর্যটক সিকিমে এখনো আটকিয়ে আছেন ভূটান সরকার তাদের সাথে যোগাযোগ রাখছে।ধসে সিকিমের বহু ব্রীজ ভেঙে যাওয়ায় সড়কপথে যোগাযোগ ব্যাবস্থা সম্পুর্ন অনিশ্চিত হয়ে পড়েছে সিকিমে। বিকল্প ব্যাবস্থা না থাকায় সব গাড়িকেই সিকিমের মুখ্য রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। সিকিমের বেশীরভাগ হোটেলেই পর্যটক ভর্তি থাকায় এখনো নতুন কাউকে থাকতে নিষেধ করেছেন সিকিম সরকার। যারা চলে এসেছেন সরকারের পক্ষ থেকে তাদের ফেরত পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে বলে খবর পাওয়া গেছে। সবমিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসার আপ্রান চেষ্টা চালাচ্ছে প্রশাসন। 
{ads}

news Landslide Sikkim current situation of Sikkim Travel Tourism Tourist natural Disaster India সংবাদ

Last Updated :