header banner

মহারাষ্ট্রে বঙ্গভবন তৈরি করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

article banner

কয়েকদিন আগেই দলের স্বার্থে ও রাজনৈতিক উদ্দেশ্যে মহারাষ্ট্র ঘুরে এসেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এছাড়াও আরও একটি কাজ করে এসেছেন তিনি। কি সেই কাজ? বিরোধী ঐক্যে শান দেওয়ার পাশাপাশি মহারাষ্ট্রে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন শিল্পপতিদের সঙ্গে দেখা করতে। দুটোই করেছেন। এর পাশাপাশি মুম্বই গিয়ে বাঙালিরা যাতে মাথা গোঁজার ঠাঁই পান, সেজন্য সেখানেও একটি বঙ্গভবন বানাতে চাইছেন তিনি। এ ব্যাপারে মহারাষ্ট্র সরকারের সঙ্গে একপ্রস্ত কথাও হয়েছে মমতার। যা শুনে যারপরনাই খুশি রাজ্যের বাঙালি মানুষজন। 

{link}
বাঙালিদের জন্য দিল্লিতে রয়েছে বঙ্গভবন। মহারাষ্ট্রে নেই। অথচ প্রতিদিন প্রচুর মানুষ এ রাজ্য থেকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে যান চিকিৎসা করাতে। এঁদের থাকার জন্য একটা ভবন বানাতে চাইছেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী তাঁর এই মনের গোপন কথার জানিয়েছেন মহারাষ্ট্রের পরিবেশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যকে। উদ্ধব অসুস্থ থাকায় এই সফরে মমতার সঙ্গে দেখা হয়নি তাঁর। তার পরিবর্তে কথা হয়েছে আদিত্যের সঙ্গে। মমতা-আদিত্যের ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতও। তিনিই বাংলার মুখ্যমন্ত্রীর সুপ্ত ইচ্ছের কথা প্রকাশ্যে এনেছেন। শিবসেনার মুখপত্রে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাহিদা মোটেও অকারণে নয়। মুম্বইয়ে ওড়িষা ভবন, উত্তরপ্রদেশ ভবন রয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রাম ও সামাজিক বিপ্লবে অনেক বড় ভূমিকা পালন করেছে। দুই রাজ্যের মধ্যে একটা মানবিক সম্পর্ক রয়েছে, যা রক্ষা করতে হবে।

{link}
সঞ্জয়ের এই বক্তব্য থেকেই স্পষ্ট, খুব শীঘ্রই মুম্মইয়ে তৈরি হতে পারে বঙ্গভবন। মুম্বইয়ে যেহেতু জমি মিলবে না, তাই নবী মুম্বইয়ে হতে পারে। এখানে ভবন বানিয়েছে অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িষা, উত্তরাখণ্ড, মেঘালয় সরকার। সূত্রের খবর, মুম্বইয়ের বাশী রেলস্টেশনের কাছে বিভিন্ন রাজ্যকে জমি দিয়েছে মহারাষ্ট্র সরকার। এই অঞ্চলেই হতে পারে দিল্লির ধাঁচে বঙ্গভবন। এটা হলে যে রাজ্যের মানুষের মহারাষ্ট্রে বেশ অনেকটা সুবিধা হবে তা একবাক্যে স্বীকার করছেন রাজ্যের বহু মানুষ। এখন কবে এই পরিকল্পনা বাস্তবে পরিনত হয়, তাই দেখার বিষয়। 
{ads}

news Maharashtra Mamata Banerjee Abhishek Banerjee Udvab Thakre West Bengal Banga Bhawan India রাজনীতি সংবাদ

Last Updated :