header banner

গোয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ার সম্ভাবনা পঞ্জাব কংগ্রেসেও

article banner

গোয়াতে তৃণমূলের দাপটে এইমধ্যেই অনেকটা ভেঙে গিয়েছে কংগ্রেস। এবার গোয়ার পর কার্যত পাঞ্জাবেও একই ছবি। আবারও ধস নামছে কংগ্রেসে! সূত্রের খবর বুধবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে পঞ্জাব কংগ্রেসের ঘর। ক্যাপ্টেনের নয়া দলে ভিড়ছেন কংগ্রেসের অন্তত ১২ জন নেতা। ক্যাপ্টেনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এদিনই নয়া দল গড়তে পারেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। সেই দলেই যোগ দিতে পারেন কংগ্রেসের ওই নেতারা। 

{link}
কংগ্রেসের টিকিটে জিতে সাতবার বিধায়ক হয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন দুবার। তিনবার হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতিও। এহেন অমরিন্দরকে নিয়েই মার্চ মাসে অশান্তি শুরু হয় পঞ্জাব কংগ্রেসে। কারণ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু। ওই মাসেই পঞ্জাব প্রদেশ কংগ্রেসের শীর্ষে বসানো হয় তাঁকে। এর পরেই শুরু হয় প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে ক্যাপ্টেনের ঠান্ডা লড়াই। যার জেরে মাস কয়েক আগে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন অমরিন্দর। যদিও কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি তিনি। 


এদিকে, কংগ্রেসকে চাপে ফেলতে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েই দিল্লি উড়ে যান ক্যাপ্টেন। দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। তার পরেই জল্পনা ছড়ায়, বিজেপিতে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন। পরে নিজেই জানান, নয়া দল গড়ছেন তিনি। সূত্রের খবর, এদিনই নতুন দলের কথা ঘোষণা করতে পারেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নয়া দলের নাম পঞ্জাব লোক কংগ্রেস। ক্যাপ্টেনের এই নয়া দলে যোগ দিতে পারেন কংগ্রেসের অন্তত ১২ জন নেতা। 

{link}
যদি এই কথাই সত্যি হয় এবং এই নেতারা কংগ্রেসে যোগ দেন, তবে বহু রাজনীতিবিদদের মতে পাঞ্জাবে কংগ্রেসের অবস্থা অনেকটা পশ্চিমবঙ্গের মতোই হয়ে পড়বে, যেরকম ‘সাইনবোর্ড’ আখ্যায়িত করা হয় সেইরকমই। কারন এঁরা কংগ্রেসে যোগ দিলে পঞ্জাবে কংগ্রেসের অস্তিত্বই বিপন্ন হবে বলে ধারণা রাজনৈতিক মহলের।
{ads}

news. Politics Goa Punjab Congress INC Captain Amrindar Singh TMC BJP West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :