ফের দলবদলের বাজারে চমক আনতে পারে তৃণমূল। এবার ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে খেলা খ্যাতনামা এক ফুটবলারের। তৃণমূলে যোগ দিচ্ছেন নামকরা ফুটবলার অ্যালভিটো! এদিন পাহাড় থেকে গোয়া উড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত থেকেই জোড়াফুলের ঝান্ডা হাতে তুলে নিতে পারেন অ্যালভিটো। তার পাশাপাশি গায়ক রেমো ফার্নান্ডেজও ওই দিনই নাম লেখাতে পারেন তৃণমূলের খাতায়।
{link}
গোয়া বিধানসভার আসন সংখ্যা ৪০। রাজ্যের রাশ রয়েছে বিজেপির হাতে। এই রাশই কেড়ে নিতে পণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তৃণমূল দলে টেনেছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরোকে। কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন সাতবার। কলকাতায় এসে কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছেন তৃণমূলে। লুইজিনহো তৃণমূলে যোগ দিতেই সে রাজ্যে কার্যত ধস নেমেছে কংগ্রেস শিবিরে। নয়া দলে প্রতিদিনই যোগ দিচ্ছেন কেউ না কেউ। সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার তৃণমূল নেত্রী গোয়ায় যাচ্ছেন। সেখানে বিজেপির এক বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে। কংগ্রেসের একজন এবং এক নির্দল বিধায়কও নাম লেখাবেন জোড়াফুল শিবিরে। তৃণমূল সূত্রের খবর, গোয়ার দুই রাজনৈতিক দলের সঙ্গেও পাকা কথা হয়ে গিয়েছে জোড়াফুল শিবিরের। তৃণমূলের সঙ্গে জোট করতে চলেছে গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি।
{ads}
এদিন তৃণমূলে যোগ দিতে পারেন বিখ্যাত ফুটবলার অ্যালভিটো, গায়ক রেমো ফার্নান্ডেজ, লাকি আলি। অভিনেত্রী নাফিস আলিও এদিনই যোগ দিতে পারেন তৃণমূলে। বলিউডের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকরও তৃণমূলে যোগ দিতে পারেন বলে জোড়াফুল শিবির সূত্রে খবর।
{link}
অর্থাৎ কার্যত এক যোগদান মেলার সম্ভাবনা রয়েছে ঘাসফুলের শিবিরে। এখন কে কে শেষ পর্যন্ত সত্যিই ঘাসফুল আঁকা ঝান্ডা তুলে নেন তাই দেখার বিষয়। সংগঠন কিন্তু বাড়তে থাকা সময়ের সাথে সত্যিই ক্রমে আরো মজবুত হয়ে উঠছে।
{ads}