header banner

হিন্দু ধর্মে দীক্ষিত হলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের তৃতীয় কন্যা

article banner

বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া। আর সেই দেশেই হিন্দু ধর্মে দীক্ষিত হলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্টের তৃতীয় কন্যা। খনার বচন মেনে মঙ্গলের ঊষায় হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। একদিকে যখন বাংলাদেশে ধর্ম নিয়ে এতো হিংসার ছবি প্রকাশ্যে আসছে তখনই এই ঘটনায় বাংলাদেশের সংখ্যাগুরুদের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন সে দেশের সনাতনপন্থীরা। 


এক সময় ইন্দোনেশিয়ায় সংখ্যাগুরু ছিলেন হিন্দুরাই। পরে দেশটিতে সংখ্যাগুরু হয়ে পড়েন মুসলমানেরাই। বর্তমানে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ এটি। সরকারিভাবে এই দেশের ছটি ধর্মের মধ্যে অন্যতম হিন্দু। এই দেশেরই প্রথম প্রেসিডেন্ট ছিলেন সুকার্ণো। তাঁরই তৃতীয় কন্যা সুকমাবতী সুকার্ণোপুত্রি। মঙ্গলবার হিন্দু ধর্ম গ্রহণ করেন তিনি। 
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, এদিন বালিতে একটি সুধি বদানি অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু ধর্ম গ্রহণ করেন সুকমাবতী। সনাতন ধর্ম গ্রহণের প্রতি তাঁর আগ্রহের কারণ তাঁর ঠাকুমা ইদা আয়ু নিয়োমন রাই শ্রিম্বেন।

{link}
এই সুকমাবতীর বাবা ছিলেন ন্যাশনাল পার্টির প্রতিষ্ঠাতা। কানজেঙ্গ গুস্তি পানগেরান আদিপতি আর্য মাঙ্গকুনেগারার সঙ্গে বিয়ে হয় তাঁর। বিচ্ছেদ হয় ১৯৮৪ সালে। সুকমাবতীর আইনজীবী জানান, হিন্দুত্বের বিষয়ে বিশাল জ্ঞান রয়েছে সুকার্নোর মেয়ের। হিন্দু ধর্মের আচার-আচরণ সম্পর্কেও জানেন তিনি।

{link}

২০১৮ সালে সুকমাবতীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ উঠেছিল। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেছিলেন, বোরখা পরার চেয়ে ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খোঁপা অনেক ভালো। তার পরেই সুকমাবতীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। তাঁকে গ্রেফতার করার দাবিও জানায় উলেমাদের সংগঠন। ঘটনার জেরে সাংবাদিক বৈঠক করে ক্ষমা চান সুকমাবতী। তারপরেই গতকাল হিন্দু ধর্ম গ্রহন করলেন তিনি। নিজের যা পছন্দ সেই পথেই এগিয়ে চললেন কাউকে ভয় না পেয়ে, কারুর পরোয়া না করে। 
{ads}

news Religion Hindu Hinduism Indonesia President international Bangladesh West Bengal Sukmawati Sukarnoputri India ইন্দোনেশিয়া সুকমাবতী সুকার্ণোপুত্রি

Last Updated :