header banner

প্রজাতন্ত্র দিবসের মহড়ায় মনিকা ও মাই ডার্লিং গানের সুর, নৈতিকতা নিয়ে দ্বিধাবিভক্ত মানুষ

article banner

নিজস্ব প্রতিনিধি: সাধারনতন্ত্র দিবসে মূলত জওয়ানদের দেখা যায় সাধারনত প্যারেড করতে ও অসাধারন সমস্ত শস্ত্রের ও নিজেদের দক্ষতা প্রদর্শন করতে। কিন্তু সেই সাধারণতন্ত্র দিবসের মহড়ায় বাজছে মনিকা, ও মাই ডার্লিং গানের সুর! এই সুরের তালেই পা মেলাচ্ছেন সশস্ত্র বাহিনীর জওয়ানরা। যা দেখে কার্যত অবাক দর্শক ও দেশবাসী। মাই গোভ ইন্ডিয়া নামের কেন্দ্রীয় সরকারের টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে একটি ভিডিও। সেখানেই দেখা যাচ্ছে, দিল্লির রাজপথে চলছে সাধারণতন্ত্র দিবসের মহড়া। সেই মহড়াতেই বাজছে মনিকা, ও মাই ডার্লিং গানের সুর। ভিডিওর সঙ্গে পোস্টে ই-সিট বুক করার জন্যও আহ্বান জানানো হয়েছে। ক্যাপশনে লেখা, কী অসাধারণ দৃশ্য! এই ভিডিও নিশ্চিতভাবেই লোম খাড়া করে দেয়। সাধারণতন্ত্র দিবসের এই সেলিব্রেশন দেখতে আপনি তৈরি তো?

{link}
এর পরেই পাল্টা টুইট করেন কৃষ্ণনগরের সাংসদ তৃণমূলের মহুয়া মৈত্র। তিনি বলেন, লোম খাড়া হওয়া তো দূর অস্ত। এই ভিডিও দেখে আমার খুব হতাশ লাগছে। মর্যাদাহানি করা হচ্ছে। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিরুদ্ধে তোপও দাগেন তিনি। লেখেন, মোদি-শাহের রুচি আর সংবেদনশীলতা এবার সশস্ত্র বাহিনীকেও স্পর্শ করল।

{link}
মহুয়ার পোস্ট ঘিরে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। এক পক্ষের মতে, সশস্ত্র বাহিনীর জওয়ানরাও মানুষ। আপনি যদি মনে করেন সেনাদের নাচের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাহলে বলিউডের কিছু গান শুনুন। আর একদলের মতে, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এ ধরনের ঘটনা না হলেই ভাল। কারণ দেশের ভাবমূর্তি খর্ব হোক, এমনটা কেউই চায় না। যার ফলে বর্তমানে এই প্রসঙ্গ নিয়ে দ্বিধাবিভক্ত নেটিজেনরা। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। তারপরেই দিল্লির রাজপথ অনুষ্ঠিত হবে প্রজাতন্ত্র দিবস। বিষয়টি নিয়ে রীতিমতো বিতর্কের আবহ রাজনৈতিক মহলে। তবে এহেন অনুষ্ঠানের থেকে, যেখানে দেশের সম্মান জড়িত, সেখান থেকে বিতর্ক ও রাজনীতি দূরের রাখাই প্রয়োজনীয়। 
{ads}

news Republic Day Republic Day Parade Indian Army Culture Celebration Delhi India প্রজাতন্ত্র দিবস দিল্লি দেশ

Last Updated :