header banner

সরল পাথর, বাধা বিপত্তি কাটিয়ে আবার শুরু হলো সেবক রংপো রেলপথ নির্মাণের কাজ

article banner

নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘ বাধা-বিপত্তির পর আবার শুরু হল সেবক রংপো রেলপথ নির্মাণের কাজ। ২০১৯ সাল থেকে এই রেলপথ নির্মাণের কাজ শুরু করা হয়েছে। তবে গত ছয় মাস আগে একটা বিশাল আকার পাথরের কারণে রেলপথ নির্মাণের কাজ স্থগিত হয়ে যায়। অনেক চেষ্টা চরিত্র করার পরেও কিছুতেই সরানো যাচ্ছিল না পাথরটিকে।অবশেষে  আধুনিক প্রযুক্তির সাহায্যে এই পাথরটাকে ফাটিয়ে পুনরায় রেলপথ নির্মাণের কাজ শুরু করা হলো। পাথরটি সরাতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়, অনেক চেষ্টা চরিত্র করার পরেও নির্মাণকারী সংস্থা কিছুতেই পাথর থেকে সরাতে পারছিল না, সে কারণে দীর্ঘদিন ধরে স্থগিত হয়েছিল নির্মানকার্য। কিন্তু অবশেষে সাফল্য এসেছে, পুনরায় শুরু হয়েছে নির্মানকার্য।

{link}

উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে জানানো হয়েছে সব বাধা সরে গিয়েছে, দ্রুততার সাথে কাজ করা হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের মধ্যে সম্পন্ন করা হবে সেবক রংপো রেলপথ নির্মাণের কাজ। মোট ১৪ টি সুড়ঙ্গ নির্মাণ করা হবে। লোহাপুর এর কাছে সুড়ঙ্গ নির্মাণ করার সময় একটা বড় পাথর বাধার সৃষ্টি করে , সেই পাথরটিকে আধুনিক প্রযুক্তির  সাহায্যে ফাটিয়ে অবশেষে রেলপথ সম্প্রসারণ এর কাজ শুরু করা হলো। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। দ্রুত কাজ শেষ করা সম্ভবপর হবে বলে আশাবাদী সকলেই। 
{ads}

news Sevoke Rangpo Railways line making Indian Railways Sikkim Northeast Frontier Railway India সংবাদ

Last Updated :