header banner

চলতি বছরেই ভারতে ডিজিটাল কারন্সি ও 5G, নিলামে উঠবে ‘স্পেকট্রাম’

article banner

নিজস্ব সংবাদদাতাঃ এই বছরেই ভারতে আসতে চলেছে ৫জি নেটওয়ার্ক। ২০২২-২৩ সালের বাজেটে এই বছরেই ভারতে ৫জি পরিষেবা চালু হওয়ার কথা ঘোষনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যা কার্যত দেশের প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে একটি বড়ো পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এর পাশাপাশি টেলিকম-এর ক্ষেত্রে কর্মসংস্থানেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

{link}
উল্লেখযোগ্যভাবে এর পূর্বে রিলায়েন্স জিওর হাত ধরে ভারতে ৫জি আসার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। খোদ সংস্থার সিইও মুকেশ আম্বানি এই বিষয়ে ঘোষণা করেছিলেন। ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২০’র অধিবেশনে মুকেশ জানিয়ে ছিলেন, আগামী বছরেই তাঁর সংস্থা দেশে ৫জি পরিষেবা শুরু করতে চলেছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। আজকের বাজেট পেশ-এ নির্মলা সীতারমণের ঘোষণার পর আশা জেগেছে ভারতের টেলিকম বাণিজ্য ক্ষেত্রেও। এদিন অর্থমন্ত্রী জানিয়ে দেন, চলতি বছরেই ভারতে চালু হচ্ছে ৫জি পরিষেবা। যার জন্য নিলাম হবে স্পেকট্রাম। 

{link}
এর পাশাপশি ডিজিটালাইজেশনের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল কয়েন চালু হতে চলেছে ভারতবর্ষে। এই বছরেই আরবিআই দ্বারা অনুমোদিত ডিজিটাল কয়েন নিয়ে আসা হবে। যার ফলে নতুন বাজেটে ‘ডিজিটাল ইন্ডিয়া’-র উপর যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তাও স্পষ্ট। 
{ads}

news Union Budget 2022 Nirmala Sitaraman 5G Digital currency India Finance Economy বাজেট ৫জি ডিজিটাল কারেন্সি

Last Updated :