header banner

টলিউডের পর এবার তৃণমূলের লক্ষ্য বলিউড

article banner

২০২১এর বিধানসভা নির্বাচনের আগে এক যাঁক তারকা যোগ দেন তৃণমূল কংগ্রেসে। গত কয়েক বছর ধরেই সিনেমার সাথে সাথে তৃণমূলের হয়ে সাংসদ পদে আছেন দিপক অধিকারি। মিমি চক্রবর্তী, নুসরত জাহান অবং আরও অন্যান্য তারকারা।সংগঠন বিস্তারের কাজ অনেক আগেই শুরু করে ফেলেছে প্রশান্ত কিশোরের আইপ্যাক। ত্রিপুরাতে কিছুটা হলেও সফল হয়েছে সংগঠন বিস্তার।এরপর গোয়াতে পাখির চোখ তৃনমুলের।তাই এবার বলিউডেও থাবা বসাতে চলেছে তৃণমূল! তৃণমূলে যোগ দিতে পারেন নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকর। চলতি মাসের ২৮ তারিখে গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর হাত থেকে জোড়াফুল আঁকা ঝান্ডা তুলে নিতে পারেন বর্ষা। আরও কয়েকজন বলিউডি তারকাও যোগ দিতে পারেন মমতার দলে। 

{link}
তৃতীয়বারের জন্য বাংলার কুর্সিতে বসে গোটা দেশে সংগঠন বিস্তারের সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। উত্তর পূর্বের ছোটো ছোটো রাজ্যগুলির পাশাপাশি আরব সাগরের তীরের ছোট্ট রাজ্য গোয়াকেও পাখির চোখ করে তৃণমূল। তার ফলও ফলেছে। উত্তর পূর্বের ত্রিপুরার পাশাপাশি ইতিমধ্যেই গোয়ায়ও মজবুত সংগঠন গড়ে তুলে ফেলেছে তৃণমূল। 
গোয়ায় সংগঠন পোক্ত করতে সেখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। রবিবার গোয়ায় হাজির হয়েছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয় এবং বর্ষীয়ান রাজনীতিক সৌগত রায়। সংগঠনের হালহকিকত খতিয়ে দেখতে ২৮ অক্টোবর গোয়া উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনই বিজেপির এক বিধায়ক তৃণমূলের খাতায় নাম লেখাতে পারেন বলে জোড়াফুল শিবির সূত্রে খবর। ওই দিনই এক কংগ্রেস বিধায়ক এবং এক নির্দল বিধায়কও গলায় পরে নিতে পারেন জোড়াফুল আঁকা উত্তরীয়।

{link}
শুধু তাই নয়, মমতার উপস্থিতিতেই তৃণমূলে যোগ দিতে পারেন বলিউডের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকর। তাঁর সঙ্গে সঙ্গে ওই দিনই যোগ দিতে পারেন নাফিসা আলি, লাকি আলির মতো জনপ্রিয় বলিউডি তারকারাও। জোড়াফুল শিবির সূত্রে খবর, তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার স্বরূপ বর্ষাকে দেওয়া হতে পারে রাজ্যসভার সাংসদ পদও।
এই বর্ষার বাবা অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। গোয়া বিধানসভার ডেপুটি স্পিকারও ছিলেন এক সময়। বেশ কয়েকবার মন্ত্রীও হয়েছেন। পারিবারিক সেই সূত্র এবং অভিনয় দুয়ের জেরে গোয়ায় বর্ষা বেশ জনপ্রিয়। তাঁকে দলে যোগদান করিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে তৃণমূল। একদিকে যেমন বর্ষাকে দেখিয়ে বলিউডের আরও তারকাকে দলে টানা যাবে, তেমনি পাওয়া যাবে হিন্দু ভোটের একটা বড় অংশও। জোড়াফুল শিবিরের দাবি, ক্যাথলিক এবং হিন্দু ভোট এক ঝুলিতে টানা গেলে গোয়া দখল হবে স্রেফ সময়ের অপেক্ষা।

{ads}

news Babul Supriyo Nusrat Jahan Dev Mimi Chakrobarty Mamata Banerjee BJP Lucky Ali Barsha Usgaonkar Tripura Prashat Kishor West Bengal India Goa

Last Updated :