header banner

পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দর সিংহের হাত ধরে জন্ম নতুন রাজনৈতিক দলের

article banner

অবশেষে অপেক্ষার অবসান, পঞ্জাবে জন্ম হল আরও একটি রাজনৈতিক দলের। জন্ম দিয়েছেন পাঞ্জাবের কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসা অন্যতম প্রধান মুখ অমরিন্দর সিং। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ওই দলের নাম দিয়েছেন পঞ্জাব লোক কংগ্রেস। কংগ্রেস ভেঙে নতুন দলের জন্ম দিলেও কংগ্রেসের বর্জন করা নেতাদের যে তাঁর দলে জায়গা হবে না, তা স্পষ্ট জানিয়ে দিলেন অমরিন্দর। তিনি বলেন, কংগ্রেসের বর্জন করা সব নেতাকে দলে জায়গা দেওয়া হবে না। তাঁদেরই দলে নেওয়া হবে যাঁদের সঙ্গে লোক কংগ্রেসের আদর্শের মিল রয়েছে।

{link}
এদিনই মোহালির সিসওয়ানে ব্যক্তিগত ফার্মহাউসে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দেখা করার কথা ক্যাপ্টেনের। বিজেপি তরফে পঞ্জাব বিধানসভা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তিনি। ক্যাপ্টেন আগেই জানিয়ে দিয়েছিলেন, বিজেপির সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করবে তাঁর দল। সূত্রের খবর, বিধানসভা নির্বাচনে সেখানে আসন বণ্টন নিয়ে আলোচনা হওয়ার কথা। অমরিন্দর বলেন, আমরা তাঁদেরই দলে নেব, যাঁদের সঙ্গে আমাদের আদর্শগত মিল রয়েছে। এরকম ভাবার কোনও কারণ নেই, কংগ্রেস যাঁদের বাদ দেবে আমরা তাঁদেরই দলে নিয়ে নেব। জেতার সম্ভাবনা যাঁদের রয়েছে, আমি তাঁদেরই টিকিট দেব। বিজেপি ও অন্য সহযোগী দলগুলির কাছেও একই আবেদন করব। কারণ আমাদের সকলের লক্ষ্য এক,  পঞ্জাবে জয় লাভ করা। এদিন ক্যাপ্টেনের সঙ্গে ছিলেন তাঁর পুত্র রানিন্দর সিং এবং কন্যা জয় ইন্দর কৌর। ক্যাপ্টেন জানান, দলে সংগঠনের প্রধান রানিন্দর। তিনি এই অফিসে বসে অফিস চালাবেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেই মুখ্যমন্ত্রী মুখ বাছাই করা হবে বলেও জানান পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

{link}
কয়েকদিন পূর্বে পাঞ্জাবে কংগ্রেসের নভজোৎ সিং সিন্ধু-র সাথে বচসার কারনে কংগ্রেস ছাড়েন ক্যাপ্টেন। তারপর তিনি দিল্লি গিয়ে দেখা করেন অমিত শাহের সাথেও। তখন জল্পনা হয়েছিল তবে কি বিজেপিতে যোগদান করছেন তিনি? সেই জল্পনাতেও জল ঢালেন তিনি। অবশেষে নিজের দল খুলেই পাঞ্জাবে আসন্ন সময়ে লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন তিনি।

{ads}

news captain Amrindar Singh Punjab Punjab Lok Congress Congress politics BJP India রাজনীতি সংবাদ

Last Updated :