header banner

বিহার থেকে মালদায় অস্ত্র পাচার করতে গিয়ে ধৃত যুবক, উদ্ধার ৮টি বন্দুক ও ১৮৪ রাউন্ড কার্তুজ

article banner

বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসার পথে ফরাক্কার পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। পুলিশ সূএে পাওয়া খবর অনুযাই, ধৃতের নাম বদরুদ্দোজা শেখ। ধৃতের বাড়ি মালদার কালিয়াচক। ধৃত যুবকটির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে আটটি পিস্তল ও ১৮৪ রাউন্ড কার্তুজ। মঙ্গলবার দুপুরে ধৃত বদরুদ্দোজা কে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। ফরাক্কার এসডিপিও অসীম খান সংবাদমাধ্যমকে জানিয়েছেন তদন্তের স্বার্থে তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্তে নামতে চলেছে পুলিশ।

{link}
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল দুপুর দুটো নাগাত বিহার থেকে ফারাক্কা আসা একটি গাড়িতে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনার কথা জানতে পারেন তারা। তারপর ঘটনাস্থলে নাকা চেকিং শুরু করে পুলিশ। বিকেল ৫টা নাগাত একটি গাড়ি থেকে উদ্ধার করা হয় অস্ত্রগুলি এবং গ্রেপ্তার করা হয় বদরুদ্দোজা শেখ কে। 


{ads}

news crime guns bullets Police Malda Howrah Bihar West Bengal অপরাধ সংবাদ হাওড়া

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article