header banner

নতুন সূর্যদয়, ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহন করলেন দৌপদী মুর্মু

article banner

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে অপেক্ষার অবসান, রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতি পদের সময়সীমা শেষ হল, আজ থেকে শুরু হল ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময়কাল। বিপুল ভোটে প্রতিপক্ষ যশবন্ত সিনহাকে পরাজিত করার পর সোমবার ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে তাঁকে শপথবাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা। প্রথম আদিবাসী হিসাবে দেশের সর্বোচ্চ নাগরিকের আসনে বসলেন দ্রৌপদী। শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করে শুভেচ্ছা বিনিময়ও করেন দ্রৌপদী মুর্মু।

{link}
শপথগ্রহণের পর প্রথা মেনে তাঁকে ২১ বার বন্দুকের তোপ দিয়ে সম্মান জানানো হবে। সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও সাংসদেরা। তার শপথ গ্রহন শেষ হওয়ার পর ওঠে ‘ভারতমাতা কি জয়’ স্লোগান। শপথ গ্রহণের পরে দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনার দেয় ভারতীয় সেনার তিন বাহিনী।

{link}
উল্লেখযোগ্যভাবে আজকের এই শপথগ্রহন অনুষ্ঠানকে ঘিরে কার্যত উৎসবের মেজাজ চোখে পড়েছে ভারতবর্ষের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। তারা সকলেই বিষয়টি ঘিরে অত্যন্ত খুশি ও গর্বিত। সকলের মধ্যেই একটি জল্পনা ছিল যে শপথগ্রহন অনুষ্ঠানে কি শাড়ি পরতে চলেছেন তিনি? তবে জল্পনা শোনা গিয়েছিল যে, রাষ্ট্রপতি পদে শপথ নেওয়ার সময় বছর চৌষট্টির দ্রৌপদী সনাতনী সাঁওতালি শাড়িই বেছে নিতে পারেন। প্রসঙ্গত, এমনই একটি শাড়ি নিয়ে শনিবারই দিল্লি পাড়ি দিয়েছিলেন দ্রৌপদীর ভ্রাতৃজায়া সুকরি টুডু। তবে শেষ পর্যন্ত তেমনটা হয়নি। সোমবার সকালে সাঁওতালি নয়, তেরঙা শাড়িতে শপথ নেন ভারতের নবনিযুক্ত রাষ্ট্রপতি। বিশেষজ্ঞ 
{ads}

news new Indian President Draupadi Murumu First Tribal President Oath Ceremony India সংবাদ

Last Updated :