header banner

আসন্ন সময়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কৃষক ভোটের লক্ষ্যেই কৃষি বিল বাতিলের সিদ্ধান্ত?

article banner

আসন্ন সময়ে রয়েছে ভোটের একের পর এক বৃহৎ লড়াই। সেই দিকে লক্ষ্য রেখেই কি এহেন বড়ো সিদ্ধান্ত নিল মোদী সরকার? একটা বড়ো অংশের রাজনীতিবিদদের মতে ভোট বড় বালাই! বছর ঘুরলেই উত্তর প্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে যাতে কৃষকরা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে না নেন, সেজন্য প্রত্যাহার করে নেওয়া হল ‘বিতর্কিত’ তিন কৃষি আইন। কৃষি প্রধান উত্তর প্রদেশ ও পঞ্জাবের ভোটের আগে এই আইন প্রত্যাহার করা না হলে যে মাশুল গুণতে হত, তা ভালোই জানতেন নরেন্দ্র মোদি, অমিত শাহ। সেই কারণেই প্রত্যাহার করা হল তিন আইন। বিজেপির জন্য কৃষকদের মনে জমে থাকা ক্ষোভ দূর করতেই এহেন পদক্ষেপ। গুরু নানকের স্মৃতি বিজড়িত দিনে কৃষি আইন প্রত্যাহার করায় খুশি কৃষকরা। সেই খুশিই ভোট বাক্সে ফিরত আসবে কি?

{link}
কৃষি আইন প্রত্যাহার করা হলেও, আইনের স্বপক্ষে  সাফাই গেয়েছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদের সরকার ছোট কৃষকদের কথা ভেবে, দেশের কথা ভেবে, গ্রাম ও গরিবদের উন্নতির কথা ভেবে পূর্ণ সততার সঙ্গে এই আইন এনেছিল। কিন্তু এই সহজ কথা আমাদের হাজার চেষ্টার পরেও আমরা কিছু কৃষককে বোঝাতে পারিনি। অল্পসংখ্যক কৃষক এর বিরোধিতা করলেও সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অর্থনীতিবিদেরা, বিশেষজ্ঞেরা তাঁদের বোঝানোর চেষ্টা করেছেন। আমরা ওঁদের কথা শুনেছি। বোঝার চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়েছি। আজ দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। হয়তো আমাদের তপস্যায় কোনও ঘাটতি ছিল। তাই প্রদীপের আলোর মতো এই সত্য কৃষকদের আমরা বোঝাতে পারিনি। প্রধানমন্ত্রী বলেন, এর আগেও একাধিক সরকার এই ধরনের বিল আনার চেষ্টা করেছিলেন। এবারেও সংসদে আলোচনা করে এই আইন আনা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের কোটি কোটি কৃষক এই আইনকে স্বাগত জানিয়েছিলেন। 

{link}
প্রসঙ্গত, গত এক বছরেরও বেশি সময় ধরে বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছিলেন কৃষকরা। দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনার পরেও আন্দোলন থেকে পিছু হটানো যায়নি তাঁদের। দিল্লির রাজপথে কয়েক লাখ কৃষক আন্দোলনে নেমেছিল, সেই ছবি দেখেছিল সারা দেশের মানুষ। একাধিক বিতর্কও জড়িয়েছিল এই আন্দোলনকে ঘিরে। ভোটের বাক্সে এর প্রভাব পড়তে চলেছে আঁচ করেই আইন প্রত্যাহার বলে ধারণা রাজনৈতিক মহলের। এখন এহেন পদক্ষেপ আন্দোলন চলার এতোদিন পর নেওয়ার কারনে বিজেপির বিরুদ্ধে জমে থাকা এই দেশের বৃহৎ অংশের কৃষকদের ক্ষোভ মেটে কি না তাই দেখার বিষয়। 
{ads}

news politics BJP Narendra Modi Amit Shah Farmer's bill farmer's law withdraw Indian Government West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :