header banner

উত্তপ্রদেশের নির্বাচনে দিল্লি থেকে ১৫০ জনেরও বেশি শীর্ষ নেতার প্রচারে নামার সম্ভাবনা

article banner

দেশের কেন্দ্রীয় রাজনীতিতে যে কটি রাজ্যের বিধানসভা নির্বাচনের বড়োসড়ো প্রভাব পড়ে তার মধ্যে একটি উত্তরপ্রদেশ। সেই কারনেই শাসকদল হোক বা বিরোধী, দেশের সব দেশের রাজনৈতিক দলেরই নজর থাকে এই রাজ্যের বিধানসভা নির্বাচনের উপর। সেই দিক থেকেই এখন কার্যত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে যোগীরাজ্যের আসন্ন নির্বাচনে। উত্তর প্রদেশের ক্ষমতা ধরে রাখতে কোমর কষে নামছে বিজেপি। দিল্লি থেকে ১৫০ জনেরও বেশি শীর্ষ নেতা নামছেন ভোটের ময়দানে। বিজেপির কাজের খতিয়ান ভোটারদের সামনে তুলে ধরাই এঁদের অন্যতম কাজ। বিজেপির জেলাভিত্তিক কর্মীরা কীভাবে কাজ করবেন, সেটাও ছকে দেবেন এই নেতারা। শুধু উত্তরপ্রদেশ নয়, উত্তরাখণ্ডেও একই কৌশল অবলম্বন করছেন গেরুয়া নেতৃত্ব। 

{link}
২০২২ এর ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। দেশের মধ্যে সবচেয়ে বড় এই রাজ্যটির দিকে শ্যেন দৃষ্টি বিজেপি, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দলেরই। ৪০৩ আসনের এই বিধানসভা জিততে মরিয়া সব রাজনৈতিক দলই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে সামনে রেখেই উত্তর প্রদেশ জয়ের পরিকল্পনা ছকেছে বিজেপি। দীপাবলীর আগে থেকেই উত্তর প্রদেশে প্রচার করে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় প্রতি মাসেই একবার করে উত্তরপ্রদেশ সফর করছেন তিনি। উদ্বোধন করছেন একের পর এক প্রকল্পের। কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দর, কাশী বিশ্বনাথ মন্দিরের করিডর উদ্বোধন, এক্সপ্রেস ওয়ে সহ একের পর এক প্রকল্পের উদ্বোধন করেছেন মোদি। গেরুয়া শিবির সূত্রের খবর, জয় নিশ্চিত করতে দিল্লিতে ৪০ জন সাংসদকে নিয়ে রণকৌশল নির্ধারণ করেছেন মোদি। কোন জেলায় কীভাবে দলীয় কর্মীরা কাজ করবেন, তাও ঠিক করবেন ওই নেতারা।  এই নেতারা ৫০ দিন থাকবেন উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। ২০১৭ সালে নির্বাচনে পশ্চিম উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৪৪টির মধ্যে ৩২টি আসন। এবার তাদের টার্গেট ৪৪ এ ৪৪। 

{link}
বিজেপি নেতৃত্বের লক্ষ্য পূরণ হবে কিনা, তা বলবে সময়। তবে স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এখন দেখার উত্তরপ্রদেশের মাটিতে শেষ হাসি হাসেন কারা, কারন এর উপরেই চব্বিশের নির্বাচনের ফলাফলের একটা অংশ নির্ভর করছ বলে মতামত রাজনৈতিক মহলের একাংশের। লড়াই যে বেশ কঠিন, তা কিন্তু স্পষ্ট। মুখ্যমন্ত্রীর আসনে কি যোগীই থাকবেন? নাকি তার যায়গায় আসবেন অন্য কেউ? সেটাই দেখার বিষয়। 
{ads}

news politics BJP UP Narendra Modi Yogi Adityanath Congress Delhi India রাজনীতি সংবাদ

Last Updated :