header banner

অহিংসা পরম ধর্ম

article banner

গত সপ্তাহে দুর্গাপুজো উৎসব চলাকালীন মুসলিম ধর্মগ্রন্থ কুরআনের কথিত অবমাননার কারণে সৃষ্ট অশান্তির পর দুই হিন্দু পুরুষ নিহত ও মন্দির ভাঙচুর বাংলাদেশে।এই ঘটনার পর কমপক্ষে ৩০০ সন্দেহভাজনকে আটক করেছে বাংলাদেশী পুলিশ। বুধবার কুমিল্লার পূর্বাঞ্চলে দুর্গাপূজা উৎসবের সময় হিন্দু দেবতার হাঁটুর ওপর কুরআন দেখানো একটি ছবি সোশাল মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।

{link}
বিক্ষুব্ধ জনতা হিন্দুদের মন্দিরে হামলা করে এবং পরের দিনগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জরিয়ে পরেন  বিক্ষোবকারিরা, যার ফলে দুই হিন্দুসহ কমপক্ষে ছয়জন মারা যান এবং শতাধিক আহত হন। ইসকনের তরফে শনিবার দাবি করা হয়, প্রায় ২০০ দুষ্কৃতী শুক্রবার হামলা চালায় ইসকন মন্দিরে। ঘটনায় পার্থ দাস নামে এক ২৫ বছরের যুবকের মৃত্যু ঘটেছে বলে দাবি করা হয়েছে ইসকনের তরফে। জানানো হয়েছে, মন্দিরের পাশের একটি পুকুর থেকে এদিন ওই যুবকের দেহ উদ্ধার করা হয়।

{link}
পরিস্থিতির অবনতি হওয়াতে শুক্রবার ভোর থেকে 3G এবং 4G পরিষেবা বন্ধ বাংলাদেশে। ওপার বাংলার গ্রাহকদের একাংশের অভিযোগ, শুক্রবার থেকেই তাঁরা মোবাইলে 3G এবং 4G পরিষেবা পাচ্ছেন না । কেন ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত, সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি অপারেটরদের তরফে।

এই প্রসঙ্গে বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলাদেশের সংবাদমাধ্যম 'সমকাল'-কে বলেছেন, 'ইন্টারনেট পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে শুনেছি। কোনও অনিবার্য পরিস্থিতির জেরেই হয়তো এই সমস্যা। মনে হয় এই সমস্যা অস্থায়ী।' এদিকে এই প্রসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র 'সমকাল' -কে জানান, যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা হতে পারে।
যে কোন উৎসব মানে মিলন মেলা। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে এক আকাশের নীচে সমব্যাত করে দেয়।ধর্ম যার যার উৎসব সবার। আমাদের একটাই পরিচয় আমরা মানুষ, আমাদের সবার রক্তের রঙ লাল। মনুষ্যত্তের পরিচয় দিয়ে একে অপরের উৎসবে শামিল হওয়াটাই কাম্য। দুর্ভাগ্য কিছু দুষ্কৃতী বিভিন্ন্য ধর্মের এই মেলবন্ধনকে ইর্শা করেন। শুধু তাই নয় এই সম্প্রীতির বন্ধন ভাঙ্গার জন্য তারা এমন কিছু করেন যার ফলে অশান্ত হয় সমাজ আতঙ্কিত হয় মানুষ, কলুষিত হয় দেশ। এদের সংশধন হবে কবে?
{ads}

news politics Bangladesh India ISKON Narendra Modi Communal disharmony Dhaka Durga Puja West Bengal

Last Updated :