header banner

গোয়ায় বড় চমক, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলে টেনিস তারকা লিয়েন্ডার পেজ

article banner

গোয়া সফরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তার উপস্থিতিতেই এবার গোয়ায় বড়োসড়ো চমক দিল ঘাসফুল শিবির। গোয়ার রাজনৈতিক মহলে কার্যত বিনা মেঘে বজ্রপাত ঘটিয়ে তৃণমূলে যোগদান করলেন বিখ্যাত ভারতবর্ষের বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। শুক্রবার সকালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা তুলে নিয়েছেন এই টেনিস তারকা। তার তৃণমূল কংগ্রেস শিবিরে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েনও।

{link}
অনুষ্ঠানে লিয়েন্ডারকে দলে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে লিয়েন্ডার পেজ তৃণমূলে যোগ দিয়েছেন। লিয়েন্ডার আমার ছোট ভাইয়ের মতো। আমি ওকে সেই যুবকল্যাণ মন্ত্রী থাকার সময় থেকে ওকে চিনি। আমি খুবই খুশি।” তার বক্তব্যের পরিপ্রেক্ষিতেই লিয়েন্ডারও মুখ্যমন্ত্রীকে অন্য সকলের মতোই ‘দিদি’ বলেই সম্বোধন করেছেন। তিনি তার যোগদান সম্পর্কে বলেন, “আমি দিদিকে অনেক সময় থেকে চিনি  ক্রীড়ামন্ত্রী থাকাকালীন দিদি খুব সাহায্য করেছেন। সেসময় উনি একাধিক উদ্যোগ নিয়েছেন খেলার উন্নতিতে। দিদি আমাকে রাজনীতির মাধ্যমে জনসেবা করার সুযোগ দিয়েছেন, সেজন্য তাঁকে ধন্যবাদ। আমি তৃণমূলে এসেছি পরিবর্তন করতে। একজন শক্তিশালী নারীর নেতৃত্বে কাজ করতে। দিদি সত্যিকারের চ্যাম্পিয়ন।” অর্থাৎ কাজ শুভ ভাবেই সম্পন্ন হয়েছে।

{link}
উল্লেখযোগ্যভাবে গোয়াতে খেলার একটি বিশেষ জনপ্রিয়তা ও গুরুত্ব রয়েছে। লিয়েন্ডার পেজ ভারতবর্ষের অন্যতম নামকরা ক্রীড়া ব্যাক্তিত্বদের মধ্যে একজন। নিজের দীর্ঘ টেনিস কেরিয়ারে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জেতার পাশাপাশি দেশের হয়ে অলিম্পিক মেডেলও এনেছেন লিয়েন্ডার। সেই কারনেই তাকে প্রথম সারির ক্রীড়া ব্যাক্তিত্বদের মধ্যে একজন বলা হয়। এহেন তারকা ক্রীড়াবিদের যোগদানের কারনে বাস্তবিকভাবেই যে গোয়ায় তৃণমূলের গুরুত্ব ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে সেই বিষয়ে কোনরকম সন্দেহ নেই। 
{ads}

news politics Goa Mamata Banerjee Leander Paes TMC BJP Congress West Bengal India রাজনীতি সংবাদ মমতা বন্দ্যোপাধ্যায় লিয়েন্ডার পেজ

Last Updated :