header banner

মুখ্যমন্ত্রীর কথায় গোয়ায় মুখ্যমন্ত্রী হওয়ার ইঙ্গিত, জোরকদমে প্রচারে অবতীর্ন লিয়েন্ডার পেজ

article banner

কয়েকদিন পূর্বেই যোগদান করেছেন তৃণমূল শিবিরে। যোগদানের পরেই কেন্দ্রীয় রাজনীতি তে পর্যন্ত শুরু হয়েছে তার যোগদান নিয়ে জোর কদমে আলোচনা। তারপর তৃণমূল নেত্রীর কথায় তিনি ইঙ্গিত পেয়েছেন, গোয়ার পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রার্থী হচ্ছেন তিনিই। তাই জোরকদমে প্রচারে নেমে পড়লেন লিয়েন্ডার পেজ।

{link}
এখনো গোয়ায় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। ভোট হতে পারে নতুন বছরের ফেব্রুয়ারির দিকে বলে সম্ভাবনা রয়েছে। তার আগে এখন থেকেই কোমর কষে ময়দানে নেমে পড়লেন লিয়েন্ডার পেজ। সাধারণ মানুষের কাছে ধরে ধরে ঘুরে তিনি জানতে চাইছেন তাদের সুবিধা-অসুবিধা কথা।  সংবাদমাধ্যমকে লিয়েন্ডার বলেন ৩০ বছরের বেশি সময় তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন এখন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। তবে যে দেশের মুখ রাখতে কঠিন কাজটি তাকে করতে হয়েছিল টেনিস কোর্টে তার থেকেও বেশি কঠিন কাজ তিনি এখন করছেন বলে জানিয়েছেন। মানুষের জীবনের উন্নতি করার পাশাপাশি তিনি সম্প্রতি ও শান্তি প্রতিষ্ঠায় দিচ্ছেন, গোয়াবাসীকে সুশাসন দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন তিন।

 
ঋণ নেয়ার অভিযোগ দিনের বেলায় মহিলারা রাস্তায় হাঁটতে ভয় পান। একদিকে যেমন মদ্যপানের সমস্যা রয়েছে অন্যদিকে খুনি নিয়েও সমস্যা রয়েছে তার অভিযোগ। গোয়ায় প্রতি পাঁচজনের মধ্যে একজনের কাজ নেই অথচ সম্পূর্ণ বলেন যেখানে প্রয়োজন এখানে শুধু প্রয়োজন সুশাসনের। এই সরকার ব্যর্থ। রাজনীতিতে যে আরো বেশি করে তার মত মানুষের আসা প্রয়োজন তা স্বীকার করেছেন তিনি। তিনি বলেন রাজনৈতিক বিখ্যাত মানুষের যদি রাজনীতির বাইরে থাকেন তাহলে পরিস্থিতির বদল হবে কিভাবে? 

{link}
মাসখানেক আগে গোয়া গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে। তখনই তৃণমূলে যোগদান করেন বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তখনই মমতা একটা ইঙ্গিত দেন তিনি হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী। যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রীর কাছে এই ইঙ্গিত পেয়ে কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। লিয়েন্ডার খেলার মাঠ জানতে হলে এখন রাজনীতির ময়দান তিনি কীভাবে দাপিয়ে বেড়ান সেটাই দেখার। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও পূরন করা সম্ভব হবে কি? 
{ads}

news politics Lieander Paes Mamata Banerjee Goa Trinamool Congress TMC West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :