header banner

রাজনীতির খেলা কে বুঝিতে পারে?

article banner

বিদেশ সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রোম সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। এর মধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে নাকি সংখ্যালঘুদের ভোট টানতেই পোপের সঙ্গে দেখা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আপাতত এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। পোপের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলাদা করে বৈঠকও করেন। কিছুদিন আগেই পোপের সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রীও। 

{link}
সেখানে ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট চার্লস মিশেল এবং ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডির লিয়েনের সঙ্গে অর্থনীতি এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির। এই সফরেই মোদির সঙ্গে পোপের বৈঠক হওয়ার কথা ছিল। বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, পোপের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেই মতই দেখা হয় পোপ এবং নরেন্দ্র মোদীর। শুধুমাত্র দুজনের মধ্যে কথা হয়। তারপর হবে প্রতিনিধি দলের বৈঠক। 


মোদির এই পোপের সঙ্গে বৈঠকের পিছনে ভোটের রাজনীতিই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড সহ কয়েকটি রাজ্যে সাম্প্রতিক কালে সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাঁদের প্রর্থনাকক্ষে হামলার অভিযোগেও সরগরম হয়েছে রাজনীতি। সম্প্রতি অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অব সিভিল রাইটস, ইউনাইটেড এগেইনস্ট হেট এবং ইউনাইটেড ক্রিশ্চান ফোরামের মতো স্বেচ্ছাসেবী সংস্থাও রিপোর্ট পেশ করে। তাই পোপের সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী সমালোচকদের মুখ বন্ধ করে করার চেষ্টা করছেন বলে দাবি বিরোধীদের।

{link}
নতুন বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হবে গোয়ায়। আরব সাগরের তীরের এই ছোট্ট রাজ্যে ৩৫ শতাংশ ক্যাথলিক সম্প্রদায়ের খ্রিশ্চানদের বাস। ওই ভোট টার্গেট করেই গোয়ায় তৃণমূল ঘাঁটি গেড়ে বসিয়ে রেখেছে ক্যাথলিক সম্প্রদায়ের ডেরেক ও ব্রায়েনকে। 

{link}
শনিবার ভ্যাটিকান সিটিতে একের পর এক বৈঠকের পর পোপ ফ্রান্সিসকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, বৈঠকটি শুধুমাত্র ২০ মিনিটের জন্য নির্ধারিত ছিল কিন্তু এক ঘন্টার বেশিক্ষণ ধরে চলে ওই বৈঠক। প্রধানমন্ত্রী মোদি এবং পোপ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং পৃথিবীকে আরও ভাল করার লক্ষ্যে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করেছেন। 
{ads}
 

news politics Narendra Modi Pop Francis Rome Italy Vatican City Prime Minister S Jaishakar Minister of External Affairs Foreign Tour West Bengal India

Last Updated :