header banner

চূড়ান্ত হয়ে বিজেপি ও পাঞ্জাব লোক কংগ্রেসের জোট, স্বীকার দুই তরফেই

article banner

পূর্বানুমানই সত্য হয়ে দাঁড়ালো পাঞ্জবের রাজনৈতিক মহলে। চূড়ান্ত হয়ে গেল বিজেপি ও পাঞ্জাব লোক কংগ্রেসের জোট। আসন্ন নির্বাচনে জোট হিসেবেই পাঞ্জাবে লড়াই করবে এই দুই রাজনৈতিক দল। সূত্রের খবর সাত দফা আলোচনার পর বিজেপি ও ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের দলের জোট চূড়ান্ত হয়। দুই দলের তরফেই বিষয়টি স্বীকার করা হয়েছে। তবে আসন ভাগাভাগির মতো বিষয়গুলি এখনও চূড়ান্ত হয়নি। দুই দলের তরফেই জানিয়ে দেওয়া হয়, আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা হবে পরে। এতএব এখন সময় লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার।

{link}
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মনান্তরের জেরে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। কংগ্রেস ছেড়ে আসা এই নেতা তখনই জানিয়ে দেন নয়া দল গড়ে লড়বেন পঞ্জাব বিধানসভা নির্বাচনে। বিজেপির সঙ্গে জোট করেই যে তাঁরা নামবেন লড়াইয়ের ময়দানে, সেই ইঙ্গিতও দিয়েছিলেন একাধিকবার। কিছু দিন আগেই নতুন দল গঠন করেন ক্যাপ্টেন। নাম দেন পঞ্জাব লোক কংগ্রেস। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দিল্লিতে দেখা করেন অমরিন্দর, সাথে আলোচনাও হয়। শেষমেশ চূড়ান্ত হয় জোট। দুই দলই তা জানিয়েও দেন। 

{link}
নতুন বছরের ফেব্রুয়ারিতেই ভোট হওয়ার কথা পঞ্জাবে। সেই ভোটেই কোমর কষে কংগ্রেসকে হারাতে নামছে বিজেপি এবং পাঞ্জাবি লোক কংগ্রেসের জোট। গজেন্দ্র বলেন, সাত দফা আলোচনার পর আমরা নিশ্চিত করছি যে বিজেপি এবং পঞ্জাব লোক কংগ্রেস আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়বে। আসন ভাগাভাগির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে পরে। ক্যাপ্টেন বলেন, আমরা নির্বাচনী জোট করেছি। আমরা আত্মবিশ্বাসী যে নির্বাচনে আমরা জিততে যাচ্ছি। আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে। আসন পর্যালোচনার সময় অগ্রাধিকার দেওয়া হবে যোগ্যতাকে। জয়ের ব্যাপারে আমরা ১০১ শতাংশ আশাবাদী। অর্থাৎ আসন্ন নির্বাচনে যে পাঞ্জাবের সামনে যথেষ্ট শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ সেটা বলাই বাহুল্য। শেষ পর্যন্ত কার কপালে বিজয়ীর তকমা ওঠে তাই দেখার বিষয় হবে আসন্ন নির্বাচনে। তবে লড়াই যে কাঁটায় কাঁটায় হতে চলেছে এই কথা স্পষ্ট। {ads}
 

news politics Punjab Amrinder Singh Punjab Lok Congress BJP PLK Congress INC election Punjab India রাজনীতি সংবাদ

Last Updated :