header banner

ছ-দিনেই মোহভঙ্গ, বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে ফিরলেন পাঞ্জাবের রাজনৈতিক নেতা

article banner

রাজনীতির খেলা বোধহয় একেই বলে। পুরোনো দলে মন না টেকায় দল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু সেই সুখ সইলনা বেশিদিন। মাত্র ছ দিনেই হল মোহভঙ্গ! বিজেপি ছেড়ে পুরানো দল কংগ্রেসে ফিরলেন পঞ্জাবের নেতা বলবিন্দর সিং লাড্ডি। ডিসেম্বরের একেবারে শেষের দিকে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু তারপরেই সমাপতন, নতুন বছরে শুরুতেই কংগ্রেসে ফিরলেন।

{link}
চলতি বছর যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তার মধ্যে অন্যতম পঞ্জাব। এই পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পঞ্জাবেই ক্ষমতায় রয়েছে কংগ্রেস। উত্তর প্রদেশ সহ বাকি চার রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে, একমাত্র  এখানেই কুর্সি টিকিয়ে রাখতে পারে কংগ্রেস। ২০২৪ সালে মহারণ। লোকসভা নির্বাচন। পঞ্জাবের ক্ষমতা খোয়ালে অনেকটাই ব্যাকফুটে পৌঁছে যাবে কংগ্রেস। পঞ্জাবে বিজেপির হাল খুব খারাপ। ইতিমধ্যেই এখানে মাথাচাড়া দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ত্রিমুখী লড়াইয়ে ভোট কাটাকুটির খেলায় কংগ্রেসের জয়লাভের পথ অনেকটাই মসৃণ বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। কিন্তু এর মধ্যেই বড়ো ফ্যাক্টর হয়ে উঠেছে ক্যাপ্টেন অমরিন্দর সিং-এর দল পাঞ্জাব লোক কংগ্রেস। 

{link}
কংগ্রেসের কাছে পঞ্জাব প্রেস্টিজ ফাইট। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের অমরিন্দর সিংয়ের লোক কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে বিজেপি। তার পরেও শেষ রক্ষা হবে না বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা। পরিস্থিতি আঁচ করে চলছে দলবদলের খেলা। নির্বাচনের কয়েক মাস আগে দুই কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁরাও ফিরে এসেছেন। ফিরে এলেন বলবিন্দরও। স্বাভাবিকভাবেই কংগ্রেসের ভিত অনেকটাই পোক্ত হবে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস নিজেদের অন্যতম শক্তিশালী ‘গড়’ ধরে রাখতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। কিন্তু এই নির্বাচনে জয়ের উপর যে অনেকটাই নির্ভর করছে চব্বিশের গদির ভবিষ্যৎ তা স্পষ্ট। 
{ads}

news politics Punjab Balwinder Singh Laddi Congress BJP West Bengal India রাজনীতি সংবাদ

Last Updated :