header banner

বিজেপির আসন সংখ্যা হ্রাসের সম্ভাবনা, শক্তিবৃদ্ধির জোর সম্ভাবনা সমাজবাদী পার্টির

article banner

দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। যে নির্বাচনের উপর লক্ষ্য থাকে সকল রাজনৈতিক দলের। কারন এই রাজ্যের বিধানসভার ফলাফলের উপর অনেকটাই নির্ভর করে কেন্দ্রীয় রাজনীতির ছবি। সেই বিধানসভা নির্বাচনেই আসন সংখ্যা একলপ্তে কমে যেতে পারে ১০০টির মতো। হ্যাঁ, উত্তরপ্রদেশে এই ভবিতব্যই হতে চলেছে বলে সমীক্ষায় প্রকাশ। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, নতুন বছরের ফেব্রুয়ারিতে যোগী রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে, তাতে কমে যাবে বিজেপির আসন সংখ্যা। রাজ্যে দ্বিতীয় শক্তি হিসেবে উঠে আসবে সমাজবাদী পার্টি। কংগ্রেস পরিণত হতে পারে প্রান্তিক শক্তিতে।  

{link}
গোটা দেশের চোখ রয়েছে উত্তর প্রদেশের দিকে। ৪০৪ আসন বিশিষ্ট এই বিধানসভা রাশ যার হাতে থাকে, সচরাচর তারাই দখল করে দিল্লি। সেই কারণেই দেশবাসীর নজর যোগী রাজ্যের দিকে। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, শতাংশের হিসেবে বিজেপির ভোট বাড়লেও, গতবারের তুলনায় এবার তাদের আসন সংখ্যা কমে যাবে। যদিও ক্ষমতার রাশ থাকবে তাদের হাতেই। সমীক্ষার রিপোর্টের প্রকাশ বিজেপি এবার ২১২ থেকে ২২৪টি আসন পেতে পারে। যা গতবারের তুলনায় ১০০টি কম।  

{link}
বিজেপির খোয়ানো আসন যাবে সমাজবাদী পার্টির ঝুলিতে। সমীক্ষা অনুযায়ী, অখিলেশের সমাজবাদী পার্টি এবার তিন গুণেরও বেশি আসন পাবে। তারা পেতে পারে ১৫১ থেকে ১৬৩টি আসন। করুণ দশা মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টির। সমীক্ষা অনুযায়ী, তারা পেতে পারে ১২ থেকে ২৪টি আসন। কংগ্রেস পেতে পারে ২ থেক ১০টি আসন।
গত বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির পেয়েছিল ৩২৫টি আসন। এবার তা কমে হতে পারে ২১২। সমাজবাদী পার্টি গতবার পেয়েছিল ৪৮টি আসন। এবার তাদের আসন বাড়তে পারে তিন গুণ। ১৬৩টি আসন পেতে পারে তারা। কংগ্রেস এবং বিএসপির আসন সংখ্যা থাকবে গতবারের মতোই। অর্থাৎ লড়াই যে যথেষ্ট জমাটি হতে চলেছে সেই বিষয়ে কোন সন্দেহই নেই। শেষ পর্যন্ত কি শাসক শিবিরের হাতেই থাকবে উত্তরাখণ্ডের দখল? নাকি উঠে আসবে কোন নতুন মুখ? 
{ads}

news politics Samajabadi party BJP UP Uttar Pradesh Yogi Adityanath Akhilesh Yadav India রাজনীতি সংবাদ

Last Updated :