header banner

ত্রিপুরায় তৃণমূলের সাথে জোট গড়তে চাইছে কংগ্রেস?

article banner

২০২১ বিধানসভা নির্বাচিনে বিপুল ভোটে জয় পাওয়ার পর তৃণমূলের পরবর্তি টার্গেট ২০২৩ এর ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তাই ত্রিপুরায় তৃণমূলের ঘর সাজাতে বারংবার অভিষেক বন্ধোপাধ্যায় সহ অনেক মন্ত্রি ও নেতা নেত্রীদের ত্রিপুরা সফর করতে দেখা যাছে।তাদের এই শক্তি বৃদ্ধির পরিস্থিতি মাথায় রেখেই তৃণমূলের সাথে তৃণমূলের সাথে জোট গরতে চাইছে কংগ্রেস এমনটাই সূত্রের খবর।

{link}
তৃণমূল যে ক্রমেই ত্রিপুরায় শক্তি বিস্তার করছে, তা বুঝতে পারছে কংগ্রেসও। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট গড়লে ত্রিপুরায় ঘুরে দাঁড়াতে পারবে কংগ্রেস? আজ, শুক্রবার ত্রিপুরা জুড়ে পাক খেল এই জল্পনাই। যে তৃণমূলের হাত ধরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কংগ্রেসের একাংশ, তাকেই নস্যাৎ করে দিয়েছেন ত্রিপুরা কংগ্রেসের একটা বড় অংশ। এঁদের মতে, কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন যোগ্য নেতৃত্বের। 

{link}
বঙ্গ বিজয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য দেশের অন্যান্য প্রদেশেও শাখা বিস্তার করা। সেই মতো তৃণমূল নেতৃত্ব প্রথমেই নজর দেন বাঙালি অধ্যুষিত ত্রিপুরায়। সেখানেই ইতিমধ্যেই নানা কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল। সংগঠন বিস্তারের কাজে ত্রিপুরা গিয়ে জখম হয়েছিলেন তৃণমূল নেতা সুদীপ রাহা এবং জয়া দত্ত। এর পরেই ত্রিপুরায় আরও বেশি করে নজর দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব। 
বিজেপিকে হারাতে তৃণমূলকে নিয়ে জোট গড়ার পক্ষপাতী সোনিয়া গান্ধির দল। এতেই সন্দিহান কংগ্রেসের একটা বড় অংশ। তাঁদের মতে, তৃণমূলের সঙ্গে জোট গড়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে কংগ্রেসের ।
{ads}

news politics Sonia Gandhi Mamata Banerjee Abhishek Banerjee Biplab Deb BJP TMC Tripura Congress West Bengal India

Last Updated :