header banner

আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি- গোয়ায় সোজাসাপ্টা মুখ্যমন্ত্রী

article banner

গোয়ায় পৌঁছেই নেত্রীর ভূমিকায় অবতীর্ন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এখানে মুখ্যমন্ত্রী হতে আসিনি। আজ, শুক্রবার গোয়ায় এমনই দাবি করলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল জিতলে গোয়ারই কেউ যে মুখ্যমন্ত্রী হবেন, এদিন সে ব্যাপারে গোয়াবাসীকে আশ্বস্ত করলেন তৃণমূল নেত্রী। তবে কি ইঙ্গিতপূর্নভাবে লুইজিনহো ফেলাইরোর কথাই বললেন তিনি?  

{link}
তৃতীয়বারের জন্য বাংলার কুর্সি নিশ্চিত হওয়ার পর তামাম ভারতে সংগঠন বিস্তারে উদ্যোগী হয় তৃণমূল। উত্তরপূর্বে ত্রিপুরার পাশাপাশি আরব সাগরের তীরের ছোট্ট রাজ্য গোয়ার প্রতিও দৃকপাত করে তৃণমূল। তার জেরে সেখানেও সংগঠন গড়ে তুলতে সক্ষম হয় জোড়াফুল শিবির। গোয়া বিধানসভার আসন সংখ্যা ৪০। রাজ্যের রাশ রয়েছে বিজেপির হাতে। এই রাশই কেড়ে নিতে পণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সেই লক্ষ্যে ইতিমধ্যেই তৃণমূল দলে টেনেছে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলাইরোকে। এই লুইজিনহো কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন সাতবার। তিনি তৃণমূলে যোগ দিতেই গোয়ায় কার্যত ধস নেমেছে কংগ্রেস শিবিরে। নয়া দলে প্রতিদিনই যোগ দিচ্ছেন কেউ না কেউ। 

{link}
সূত্রের খবর, তৃণমূল নেত্রীর উপস্থিতিতে বিজেপির এক বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে। কংগ্রেসের একজন এবং এক নির্দল বিধায়কও নাম লেখাবেন জোড়াফুল শিবিরে। তৃণমূলের সঙ্গে জোট হতে পারে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির। বিভিন্ন ক্ষেত্রের কয়েকজন প্রতিষ্ঠিত ব্যক্তিও যোগ দিতে পারেন তৃণমূলে। এঁদের মধ্যে রয়েছেন বিখ্যাত ফুটবলার অ্যালভিটো, গায়ক রেমো ফার্নান্ডেজ, লাকি আলি। বলিউডের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকরও তৃণমূলে যোগ দিতে পারেন বলে জোড়াফুল শিবির সূত্রে খবর। 

{ads}
ইতিমধ্যেই লিয়েন্ডার পেজ কে দলে যোগদান করিয়ে বড়োসড়ো চমক দিয়েছে ঘাসফুল শিবির। যে যোগদানের ঘটনা ইতিমধ্যেই তৃণমূলের জনপ্রিয়তা গোয়ায় বৃদ্ধি করবে বলে ধারনা রাজনৈতিক মহলের। এহেন পরিস্থিতিতে লুইজিনহোকেই মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোটে যেতে পারে তৃণমূল। তবে তৃণমূল জিতলে ঠিক কে হবেন মুখ্যমন্ত্রী, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। লড়াই কিন্তু জমে উঠেছে। 
{ads}

news politics TMC BJP Goa Mamata Banerjee CM Luizinho Feleiro West Bengal election India রাজনীতি সংবাদ

Last Updated :