header banner

অমরিন্দরের স্ত্রীকে পঞ্জাব কংগ্রেসের প্রধান পদে বসানোর তোড়জোড় শুরু সোনিয়া গান্ধির দল

article banner

কিছুদিন আগেই পদত্যাগ করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ সিং।নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন চরঞ্জিত সিং চান্নি। কিন্তু এখনও থামেনি পঞ্চ নদীর তীরের কংগ্রেসের গোষ্ঠীকোন্দল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর সিং এর সরাস্ট্রমন্ত্রীর সাথে সাক্ষ্যাতের পরেই নড়েচড়ে বসেন কংগ্রেস নেতৃত্ব। অমরিন্দরের স্ত্রীকে পঞ্জাব কংগ্রেসের প্রধান পদে বসানোর তোড়জোড় শুরু সোনিয়া গান্ধির দল। তবে তাতে যে পরিস্থিতির বিশেষ হেরফের হবে, এমন আশা করছেন না কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও।

{link}
দেশের অন্যান্য রাজ্যের মতো পঞ্জাবেও গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা তথা প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর সম্পর্ক আদায়-কাঁচকলায়। বস্তুত দুই গোষ্ঠীর দ্বন্দ্বের সূত্রপাতও সেদিনই, যেদিন পঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে বসানো হয় সিধুকে। দিন কয়েক আগে আচমকাই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ক্যাপ্টেন। তার পরেই তাঁকে দলে পেতে বিজেপি মরিয়া চেষ্টা করে বলে অভিযোগ। বিজেপির তরফে ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও অসমর্থিত একটি সূত্রের খবর। তার পরের দিল্লি উড়ে যান তিনি। বৈঠক করেন অমিত শাহের সঙ্গে। 

{link}
এদিকে, দিন কয়েক আগে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে আচমকাই ইস্তফা দেন সিধু। ক্যাপ্টেন বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করতেই প্রমাদ গোণেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। স্থির হয়, সিধুর ছেড়ে যাওয়া প্রদেশ কংগ্রেসের শীর্ষ পদে বসানো হবে ক্যাপ্টেনের স্ত্রী পরণীত কৌরকে। তবে পরণীত ছাড়াও আরও কয়েকজনের নাম বিবেচনায় রয়েছে কংগ্রেস নেতৃত্বের। 

{link}
তবে ক্যাপ্টেনের স্ত্রীকে প্রদেশ কংগ্রেসের শীর্ষ পদে বসালেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা আশা করছেন না দলের শীর্ষ নেতৃত্বও। অথচ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কংগ্রেস সেই ভোট বৈতরণী কীভাবে পার হয়, এখন সেটাই দেখার।
সিধুর ইস্তফা দেওয়ার পরক্ষণেই তাঁকে তোপ দেগেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং  ট্যুইটে তিনি লেখেন, "আমি আগেই বলেছিলাম ওঁর কোনও স্থিরতা নেই এবং উনি সীমান্তবর্তী রাজ্য পঞ্জাবের জন্য যথার্থ নন।"পঞ্জাব রাজনীতিতে সিধু এবং অমরিন্দরের দ্বন্দ্ব সকলের জানা। দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডায় জড়ান দুই নেতা। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েও সিধুকে আক্রমণ করেন অমরিন্দর সিং।

{ads}

news politics punjab Navjot Singh Sidhu Captain Amrindar Singh Congress BJP Amit Shah West Bengal India

Last Updated :