header banner

শিখ সম্প্রদায়ের ভোট টানতেই গুরু নানকের জন্মদিনে কৃষি বিল বাতিলের সূক্ষ চাল শাহের

article banner

দীর্ঘ লড়াই, বিতর্ক, একাধিক চাপানউতোর শেষে অবশেষে মিলল সিদ্ধান্ত। শেষমেশ ‘বিতর্কিত’ তিন কৃষি আইন বাতিল করল নরেন্দ্র মোদির সরকার। যে ঘোষনাটি কার্যত ঘোষিত হল আচমকাই। এবং সেজন্য বেছে নেওয়া হল গুরু নানকের স্মৃতি বিজড়িত দিনটিকে। কিন্তু হঠাৎ এই দিনটিই কেন? ওয়াকিবহাল মহলের মতে, এর পেছনে রয়েছে চাণক্য অমিত শাহের সূক্ষ্ম চাল। শিখদের ভোট যাতে গেরুয়া ঝুলিতে পড়ে সেই জন্যই বেছে নেওয়া হয়েছে এই দিনটিকে। 


নতুন বছরের ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা উত্তর প্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যে। ওই নির্বাচনে যাতে কৃষকরা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়ে না নেন, সেই জন্যই প্রত্যাহার করে নেওয়া হল ‘বিতর্কিত’ তিন কৃষি আইন। কৃষিপ্রধান রাজ্য উত্তর প্রদেশ। পঞ্চ নদের দেশ বলে খ্যাত পঞ্জাবের সিংহভাগ বাসিন্দারই জীবিকা কৃষিকাজ। বিধানসভা নির্বাচনের আগে এই আইন প্রত্যাহার করা না হলে যে ভোটে তার মাশুল গুণতে হত, তা ভালোই জানত নরেন্দ্র মোদি, অমিত শাহের দল। তাই তড়িঘড়ি প্রত্যাহার করে নেওয়া হল তিন আইন। এবং সেজন্য বেছে নেওয়া হল গুরু নানকের স্মৃতি বিজড়িত দিনটিকেই!

{link}
প্রশ্ন হল, কেন গুরু নানকের জন্মদিনটিকেই বেছে নেওয়া হল কৃষি আইন প্রত্যাহারের জন্য? ওয়াকিবহাল মহলের মতে, এর পিছনেও রয়েছে অমিত শাহের কূট চাল। পঞ্জাবে বর্তমানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। উপদলীয় কোন্দলে জীর্ণ হলেও, এখনও গুরু নানকের ওই রাজ্যে কংগ্রেসই প্রধান শক্তি। সেই শক্তিকে টক্কর দিতে হলে পঞ্জাববাসীর মন জয় করা প্রয়োজন। সেই কারণেই বেছে নেওয়া গুরু নানকের জন্মদিনটিকে।


আরও একটি কারণ রয়েছে। সেটি হল পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ক্যাপ্টেন কংগ্রেস ছেড়ে নয়া দল গড়েছেন। সেই দলের হাত ধরেই পঞ্জাব জয়ের স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদির দল। ক্যাপ্টেনকে খুশি করতে তাই তারা বেছে নিয়েছে নানকের জন্মদিনটিকে। 

{link}
এখন দেখার, গুরু পূর্ণিমায় কৃষি আইন প্রত্যাহার বিজেপির পক্ষে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে কিনা। যদিও এই কৃষি বিল ও আইন প্রত্যাহারে দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়েছেন উত্তরপ্রদেশ ও হরিয়ানা সহ পাঞ্জাবের কৃষকেরা। প্রান হারিয়েছেন একাধিক কৃষক। এহেন দীর্ঘ সংগ্রাম ও লড়াই-এর পর এসেছে জয়। এই জয়ের রাস্তায় বহু ক্ষতবিক্ষত স্মৃতি রয়েছে এই কৃষকদের। সেই ক্ষতে কি প্রলেপ লাগাতে সক্ষম হবে বিজেপি? 
{ads}

news politics Amit Shah Narendra Modi BJP Punjab Haryana UP Sikh Farmers Bill India রাজনীতি সংবাদ

Last Updated :