header banner

দিল্লিতে গুরুত্ব পেতে ভিন রাজ্যের চার নেতাকে রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় তৃণমূলের

article banner

রাজ্যে জয় এলেও কেন্দ্রীয় রাজনীতিতে সেইভাবে ছাপ ফেলে উঠতে সক্ষম হচ্ছে না বিজেপি। কিন্তু চব্বিশের লোকসভায় দিল্লিতে ছাপ ফেলতেও মরিয়া তৃণমূল কংগ্রেস শিবির। সেই দিল্লিতে গুরুত্ব পেতে ‘ভিনদেশি’ চার নেতাকে রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় করছে তৃণমূল। কিন্তু এটা করতে হলে বলি দিতে হবে দলের ৪ সাংসদকে। এই চারজন কারা, সে প্রশ্নে তোলাপাড় তৃণমূলের অন্দরে!  


রাজ্যসভায় পাঠানো হতে পারে সুব্রহ্মণ্যম স্বামীকে। একসময় বিজেপিতে থাকলেও পরে পদ্মশিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। দলীয় নেতৃত্বের সঙ্গে মনান্তরের জেরে আপাতত তিনি তৃণমূল নেত্রীর পিছু পিছু  ঘুরছেন। তাঁর রাজ্যসভার মেয়াদ শেষের পথে। তাই তাঁকেই ফের রাজ্যসভায় পাঠাতে পারেন মমতা। 

{link}
রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় চলছে কীর্তি আজাদকেও। প্রাক্তন ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি বিজেপি, কংগ্রেস ঘুরে এখন তৃণমূলে। বিহারের দ্বারভাঙা কেন্দ্রের দুবারের লোকসভার সাংসদ। প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি থেকে বহিষ্কৃত হন। রাজ্যসভায় পাঠানোর প্রস্তুতি চলছে পবন বর্মাকেও। জনতা দল ইউনাইটেডের জাতীয় মুখপাত্র হিসেবে একসময় কাজ করেছেন তিনি। রাজ্যসভার সদস্য ছিলেন। বিদেশমন্ত্রকের আধিকারিক ছিলেন। পবনকে কাজে লাগিয়ে বিহারে পায়ের নীচের মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। 


একসময়ের বামপন্থী জাভেদ আখতারকেও রাজ্যসভায় পাঠানোর চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। তিনি রাজ্যসভায় মনোনীত হয়েছিলেন। উনিশের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থীর হয়ে প্রচারও করেছিলেন জাভেদ। বর্তমানে তাঁকেই মমতার পিছু পিছু ঘুরতে দেখা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, তাকেও রাজ্যসভার সাংসদ পদ উপহার দিতে পারেন মমতা।
এঁদের ঠাঁই দিতে হলে রাজ্যসভার সাংসদ পদ বলি দিতে হবে আবির বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, শান্তা ছেত্রী এবং সুব্রত বক্সিকে। এঁদের ঠাঁই দিতে হলে জায়গা ছাড়তে হবে তৃণমূলের চার সংসদকে। এতএব শেষ পর্যন্ত যে কার জন্য কার পদ বলি হতে চলেছে সেই কথা বলা খুবই কঠিন। কিন্তু যেভাবেই হোক কেন্দ্রে ছাপ ফেলতে বদ্ধপরিকর তৃণমূল। আসন্ন সময়ে কি পালাবদল হবে চেয়ারে? 
{ads}

news poltics TMC BJP Mamata Banerjee Javed Akhtar Congress CPIM Rajya Sabha Lok Sabha West Bengal Kolkata India রাজনীতি সংবাদ

Last Updated :