ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসের কর্মকর্তা শ্রীমতী অর্চনা জোশি 30 জুলাই, 2021 -এ দক্ষিণ পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
দক্ষিনপুর্ব রেলের বিরুধ্যে হাজার অভিযোগ আছে যাত্রীদের। প্রথম এবং প্রধান অভিযোগ হল দ রেলের হওড়া মুখি দূরপাল্লা এনং লোকাল ট্রেন ঠিক সময় মত হাওড়া স্টেশন পৌছতে না পারা লক্ষ লক্ষ রেল যাত্রীদের এই ভয়ানাক সমস্যা থেকে মুক্তি দিতে দক্ষিনপূর্ব রেলের স্তলাভিশিক্ত নতুন জেনেরাল ম্যানেজার অর্চনা যোশী সেটাই এখন দেখার।
{links}
{ads}