header banner

তালিবানের দখলে আফগানিস্তান

article banner

বাঙালির কাছে কাবুল শব্দটির পরিচয় রবিন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘কাবুলিওয়ালা’ থেকে যেখানে কাবুলিওয়ালাকে মিনির চিনতে না পারায় অন্তর কেঁদে ছিল তার। কাবুল ও আফগানিস্থান সম্পর্কে দেশবাসি অজানা ছিল না। এই কাবুলিওয়ালাদের হাত ধরেই মানুষ আফগানিস্থানের সম্পর্কে একটা ধারনা তৈরি হয় দেশের মানুষের। কিন্তু কাবুলেই রয়েছে তালিবানের মত একটি ভয়ঙ্কর সংগঠন। সেই স্বরূপটি হয়ত জানা ছিল না মানুষের।

{link}
আফগানিস্থান থেকে আমেরিকা সেনা সরানোর ১০০ দিনের মধ্যেই রাজধানী কাবুল দখল করে নিল তালিবানিরা।রবিবার কাবুলর নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান, জঙ্গি ইসলামপন্থী গোষ্ঠীকে তালিবানিরা এই পুরস্কারটি প্রদান করে যা তারা দীর্ঘদিন ধরে চেয়েছিল। পশ্চিমা সমর্থিত সরকার পতনের সাথে সাথে আফগানিস্তানের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে আশরাফ গনি পালিয়ে গেছেন। প্রায় ২০ বছর পরে দীর্ঘদিনের প্রভাবশালী আমেরিকান সেনার উপস্থিতি পর একটি আকস্মিক এবং বিশৃঙ্খল পরিণতি দেখা দিচ্ছে।
সারা বছর জুড়ে বিস্তৃত কাবুল শহর দখল করতে মাত্র একদিন লাগল তালিবানিদের।আশরাফ ঘানির রাষ্ট্রপতি পদ ত্যাগ করার ঘণ্টা কয়েক ঘণ্টা পরেই তালিবানিদের সাক্ষাৎকার দিতে দেখা যায় রাষ্ট্রপতি ভবন থেকে। এয়ারপোর্টে ফ্লাইটে ওঠার জন্য হাহাকার মানুষের দল।বর্তমানে আফগানিস্তানের এই পরিস্থিতি গভিরভাবে ভাবিয়ে তুলেছে সারা বিশ্বকে।কাবুল এয়ারপোর্টের ছবি একদিকে যেমন ভয়াবহ তেমন আতঙ্কজনকও বটে। 

{link}
বাঙালির কাছে কাবুল শব্দটির পরিচয় রবিন্দ্রনাথ ঠাকুরের রচিত ‘কাবুলিওয়ালা’ থেকে যেখানে কাবুলিওয়ালাকে মিনির চিনতে না পারায় অন্তর কেঁদে ছিল তার। কাবুল ও আফগানিস্থান সম্পর্কে দেশবাসি অজানা ছিল না। এই কাবুলিওয়ালাদের হাত ধরেই মানুষ আফগানিস্থানের সম্পর্কে একটা ধারনা তৈরি হয় দেশের মানুষের। কিন্তু কাবুলেই রয়েছে তালিবানের মত একটি ভয়ঙ্কর সংগঠন। সেই স্বরূপটি হয়ত জানা ছিল না মানুষের।

{link}
আফগানিস্থান থেকে আমেরিকা সেনা সরানোর ১০০ দিনের মধ্যেই রাজধানী কাবুল দখল করে নিল তালিবানিরা।রবিবার কাবুলর নিয়ন্ত্রণ নিয়েছে তালিবান, জঙ্গি ইসলামপন্থী গোষ্ঠীকে তালিবানিরা এই পুরস্কারটি প্রদান করে যা তারা দীর্ঘদিন ধরে চেয়েছিল। পশ্চিমা সমর্থিত সরকার পতনের সাথে সাথে আফগানিস্তানের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে আশরাফ গনি পালিয়ে গেছেন। প্রায় ২০ বছর পরে দীর্ঘদিনের প্রভাবশালী আমেরিকান সেনার উপস্থিতি পর একটি আকস্মিক এবং বিশৃঙ্খল পরিণতি দেখা দিচ্ছে।

{link}
সারা বছর জুড়ে বিস্তৃত কাবুল শহর দখল করতে মাত্র একদিন লাগল তালিবানিদের।আশরাফ ঘানির রাষ্ট্রপতি পদ ত্যাগ করার ঘণ্টা কয়েক ঘণ্টা পরেই তালিবানিদের সাক্ষাৎকার দিতে দেখা যায় রাষ্ট্রপতি ভবন থেকে। এয়ারপোর্টে ফ্লাইটে ওঠার জন্য হাহাকার মানুষের দল।বর্তমানে আফগানিস্তানের এই পরিস্থিতি গভিরভাবে ভাবিয়ে তুলেছে সারা বিশ্বকে।কাবুল এয়ারপোর্টের ছবি একদিকে যেমন ভয়াবহ তেমন আতঙ্কজনকও বটে।

 

{ads}

news terorrist Afghanisthan India Taliban Ashraf Ghani President Kabul Kandahar

Last Updated :