header banner

West Bengal: ১৭৮ বছর আগে স্বপ্নাদেশ পেয়েবারো ভূঁইয়াদের বাংশধরদুর্গাপুজো করেন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  বারো ভূঁইয়াদের এক বাংশধর ক্ষেত্র মোহন ভূঁইয়া ১৭৮ বছর আগে সপ্নাদেশ পেয়ে আলিপুর দুয়ারে শুরু করেন পুজো। সেই পুজোর জৌলুস অনেকটা কমে গেলেও, ঐতিহ্যময় সেই পুজো এখনও ধরে রেখেছে ভূঁইয়া পরিবার। মুঘল আমলে পূর্ব ভারতের শাসন সামলেছেন বারো ভুঁইয়ারা। সেই বারো ভুঁইয়াদের এক বংশধর ক্ষেত্রমোহন ভুঁইয়ার পারিবারিক পুজো বলেই পরিচিত আলিপুরদুয়ার জেলার পলাশবাড়ির এই দুর্গাপুজো।

{link}

অবিভক্ত বাংলাদেশের ফরিদপুর জেলার বাসিন্দা ছিলেন ক্ষেত্রমোহন ভুঁইয়া। ১৭৮ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে সেখানেই দুর্গাপুজোর শুরু। সেই থেকেই চলেছে সেই পুজো।পলাশ বাড়ির ভূঁইয়া পরিবারের পুজোর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। অমরা গিয়েছিলাম সেই পরিবারের মানুষদের সঙ্গে কথা বলতে। পুজোয় দেবীর চক্ষুদান হয় ষষ্ঠীর দিন। পুজোর কদিন বাড়ির বউরা খোলা চুলে কোনও অলঙ্কার না পরে মন্দিরে প্রবেশ করেন। পরিবারের সদস্য রিনা ভুঁইয়া বলেন, "প্রতিপদে ঘট স্থাপন হয়।

{link}

ষষ্ঠী পুজো পর্যন্ত দুবেলা ঘট পুজো। তামা পিতলের অস্ত্র, রূপোর পুজোর বাসন পরিষ্কার করে গুছিয়ে রাখার কাজ চলছে।'' আবার ওই পরিবারের বাসুদেব ভুঁইয়া বলেন, "এই পুজোর বিশেষ বৈশিষ্ট রয়েছে। ঠাকুরের মুখের রং লাল, গণেশ, কার্তিকের অবস্থান উল্টো, স্বপ্নে পাওয়া দেবী। বাংলদেশের তৈরি কাঠামোয় পুজো হয়।" এলাকার মানুষ এখনও ওই পুজোর ভোগ পেয়ে থাকেন।

{ads}

news breaking news durga puja WestBengal alipore duyar festiva season সংবাদ

Last Updated :