বেলুড় মঠের মহাষ্টমী দিনের কুমারী পুজোকে ঘিরে বেলুড় মঠের দীক্ষিত বা বেলুড় মঠের অনুরাগী কিংবা পুণ্যার্থীদের মধ্যে থাকে ভীষণ রকম আবেগ ভালোবাসা ও ভক্তি, কারণ এই কুমারী পুজোর সঙ্গে জড়িয়ে আছে স্বামীজীর নাম।
বেলুড় মঠের প্রথম দূর্গা পুজোয় সারদা মায়ের নামে সংকল্প করেন সেই পুজোতেই প্রথম তিনি কুমারীকে দেবী জ্ঞানে পুজো করেন,
অষ্টমী দিনের কুমারী পুজোকে ঘিরে বেলুড় মঠে লক্ষাধিক মানুষের সমাগম হয়।{ads}
উলুধ্বনি আর শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বেলুড় মঠ প্রাঙ্গন,
সন্ন্যাসী মহারাজরা পরম ভক্তিতে পরম যত্নে কুমারী পুজো করেন সেই ছবিটা এই বছরে কার্যত আর খুঁজে পাওয়া গেল না।
মঠের সন্ন্যাসীদের এবং ভক্তদের শরীর ও স্বাস্থ্যের কথা চিন্তা করে এবার ভক্তহীন মণ্ডপেই পুজিত হলেন কুমারী কন্যা।{ads}