শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : শুক্রবার এক বিশেষ সাংবাদিক সম্মেলনে চেতলা অগ্রণী (Chetla Agrani) সংঘের কর্ণধার ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, তাদের ৩৩ বছরের পুজোর প্রস্তুতি এগিয়ে চলেছে। তিনি জানান, মহালয়ার দিন বিশ্ব জননীর চক্ষুদান করবেন বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানান, আরো কিছু কাজ বাকি থাকবে।
{link}
সেই কারণেই আগামী ২৪ তারিখ সকলের জন্য পুজোর দরজা খুলে দেওয়া হবে। এবছর অগ্রণী সংঘের পুজোর থিম 'অমৃত কুম্ভর সন্ধানে।' মেয়র জানান, বৃষ্টির কারণে এ বছর কিছু অসুবিধা হচ্ছে। চেতলা অগ্রনী সংঘের পুজো নিয়ে মানুষের উৎসাহর শেষ নেই।
{link}
গত বছর এক কোটি মানুষ এসেছিলেন এই পুজো দেখার জন্য। এ বছর হয়তো আরো বেশি মানুষ এই মন্ডপে উপস্থিত হবেন। তিনি সকলকে স্বাগত জানান।
{ads}