header banner

শেফিল্ড টাইমসের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা

article banner

‘যেয়ো না রজনী , আজি লয়ে তারাদলে !

‘গেলে তুমি দয়াময়ি , এ পরাণ যাবে।– (বিজয়া দশমী কবিতার অংশ )

তুমি এসেছিলে এক গভীর কালো মেঘের মতো চলে গেলে বৃষ্টি কনা রূপে

দিয়ে গেলে একরাশ অশ্রুজল আর অপেক্ষা...

অপেক্ষার আরও একটি বছর, অপেক্ষার বারোটি মাস, অপেক্ষার ঘড়ির ঢং ঢং শব্দ আর একরাশ আশা...

মিষ্টি মুখে, পান পাতা চিবোতে চিবোতে সিঁথি ভর্তি সিঁদুর পরে চললে মেঘের ঘরে, তোমার নিজের ঘরে..

দিয়ে গেলে একরাশ স্মৃতি, কতো নতুন সম্পর্কের বাঁধন, কতো ভাঙ্গন আরও কতো কি. এই সব কিছু আঁকড়ে ধরে রইবো আমরা প্রতিদিন অপেক্ষায় আবার তুমি আসবে ফিরে এই বিশ্ব তোমায় আপন করে নেবে..

অষ্টমীর রাত যেন এক বেদনা নিয়ে আসে, মনে হয় আর তো কিছুক্ষন আর কিছু ঘন্টা সময় যেন আলোর গতির থেকেও তীব্র ছুটে চলবে এবার.. চোখের কোণে জল আসে বারবার মনে হয় ভিজে যাবে এ ধরণী সহস্র অশ্রুজলে..

তারপর মনে হয় সবই সময়ের খেলা , চক্র না ঘুরলে পরিবর্তন আসবে কি করে…………………।।

শেফিল্ড টাইমসের পক্ষ থেকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা , সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন , সময়ের চাকা যতই কঠোর হোক এক পূর্ণ আলোয় ভরা খুশির দিন আবার ফিরবে …

{ads}

Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield ttimes durga puja 2020 food covid19 independence freedom fighter news media religion district cit

Last Updated :