header banner

Mumbai news: দীর্ঘদিনের শত্রুতা শেষ করতে  ৫ কোটি টাকার দাবি

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  লরেন্স বিষ্ণোই গ্যাঙয়ের সঙ্গে শত্রুতা চিরতরে মুছে ফেলতে চাইলে এই মুহূর্তে সলমনকে ৫ কোটি টাকা তোলা দিতে হবে - এটাই হুমকির মূল কথা। হুমকি বার্তা পাঠানো ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের 'ঘনিষ্ঠ' বলে দাবি করেছেন। সূত্র জানিয়েছে যে মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি হুমকি বার্তা আসে। যাতে লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সলমনের দীর্ঘদিনের শত্রুতা 'শেষ' করতে অভিনেতার কাছ থেকে  ৫ কোটি টাকা দাবি করা হয়েছে।

{link}

যে ব্যক্তি এই বার্তা পাঠিয়েছেন তিনি নিজেকে  লরেন্স গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে দাবি করেছেন। পাশাপাশি হুমকি বার্তায় অভিনেতাকে সতর্ক করে বলা হয়েছে যদি টাকা না দেওয়া হয় তবে সলমান খানের অবস্থা বাবা সিদ্দিকীর চেয়েও খারাপ হবে। স্বাভাবিক কারণেই শঙ্কিত সলমন ও বলিপাড়া। সলমন খান এমন এক সময়ে এই হুমকি পেয়েছেন  যখন সম্প্রতি দশেরার দিনে, অভিনেতার 'ঘনিষ্ঠ' বন্ধু এবং প্রবীণ এনসিপি নেতা বাবা সিদ্দিকীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। লরেন্স বিষ্ণোই গ্যাং এই খুনের দায় স্বীকার করে। এবার সলমন খানকে দেওয়া এই  হুমকির পর পুলিশ মহলে তোলপাড় পড়ে গিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি সলমন খানের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

{link}

অভিনেতাকে এখন Y+ নিরাপত্তা দেওয়া  হয়েছে। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় ২৫ জন নিরাপত্তাকর্মী। থাকবেন NSG কমান্ডো। প্রসঙ্গত মাস কয়েক আগেই সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। অভিনেতা জানিয়েছিলেন, তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

{ads}

news breaking news bollywood actor cinema chalchitra সংবাদ

Last Updated :