header banner

Fengshui Tips: ৫টি গাছ জীবনে শান্তি এনে দিতে পারে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের মতো চিনের (china) বাস্তু চর্চা খুবই প্রাচীন। চিন দেশের ফেঙশুই (Fengshui) হলো ভারতীয় বাস্তু শাস্ত্র। বাড়ি সাজানোর সময়ে এই চিনা বাস্তু শাস্ত্রে ভরসা রাখেন অনেকে। বিশ্বাস ফেংশুইয়ের বিধান মেনে চললে, জীবনে উন্নতি করা যায়। বারিতে কী রাখবেন, কী রাখবেন না, বাড়ির আশপাশ কেমন হওয়া উচিত সেই সবই বলা আছে ফেং শুইতে। ফেং শুই মতে নতুন বছরে বাড়িতে কিছু গাছ দিয়ে সাজালে, তা শান্তি ও অর্থকে আকর্ষণ করে। জানেন কী কী গাছ লাগাতে পারেন?

{link}

১) রবার গাছ - রবার গাছ খুব নরম একটি গাছ, এটি চামড়ার মতন দেখতে। এটি যদি আপনি বাড়িতে নতুন বছরে লাগান তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। ক্রমশ সম্পদ, সমৃদ্ধি বাড়তে থাকবে। তাছাড়া এটি সৌভাগ্যের প্রতীক।

২) স্নেক প্ল্যান্ট - এই গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ। এই গাছ যেমন আর্থিক দিকে মানুষের উন্নতি করে ঠিক তেমনি এই গাছটি এয়ার পিউরিফায়ারের কাজ করে। এই গাছটি বাড়ির নেতিবাচক শক্তি বার করতে সাহায্য করে। 

৩) তুলসী গাছ - তুলসী গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ, এই গাছ বাড়িতে রাখলে নাকি মেজাজ ভালো থাকে। এমনকি শান্তভাবে থাকা যায়। সেই সঙ্গে অনেক হিন্দু বাড়িতে এই গাছের বিশেষ পুজো করা হয়।

{link}

৪) বাঁশ গাছ - বাঁশ গাছ উন্নতির প্রতীক, এই গাছ বাড়িতে থাকলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। চীনা ভাষায় বাঁশ গাছকে ফু গোওয়ে ঝু বলা হয় , ফু মানে সৌভাগ্য, গোওয়ে মানে সম্মান, ক্ষমতা। ঝু মানে বাঁশ। চীনারা মনে করেন এই গাছ বাড়িতে থাকলে আর্থিকভাবে খুব সক্ষম হওয়া যায় এবং জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়।

 ৫) মানিপ্ল্যান্ট - এই গাছের নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটি অর্থ সংক্রান্ত কোনোও গাছ। যদি এই গাছ আপনি বাড়ির দক্ষিণ পূর্ব কোণে লাগান তাহলে কিন্তু আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন। তবে দেখবেন এই গাছে যেন সর্বদা সূর্যের আলো পড়ে।

{ads}

News Breaking News Fengshui সংবাদ

Last Updated :