শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ঘোষিত হল ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তালিকায় সেনা অভিনেতা থেকে অভিনেত্রী, ফিল্ম সহ একাধিক বিষয়ে সেরার সেরাদের নাম ঘোষিত হয়েছে। এই তালিকায় সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। অন্যদিকে, সেরা পরিচালক হিসাবে সম্মানিত হয়েছেন সুদীপ্ত সেন। এছাড়াও সেরা বাংলা ছবি হিসাবে সম্মানিত হয়েছে কোন ছবি? সেরার তালিকায় কারা- ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ (Mrs. Chatterjee vs Norway) ফিল্মের জন্য সেনা অভিনেত্রী বিবেচিত হয়েছেন রানি মুখোপাধ্যায়।
{link}
ছবিতে রানির স্বামীর ভূমিকায় ছিলেন টলিউড স্টার অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। এছাড়াও ‘কেরল স্টোরি’ ফিল্মের জন্য সেরা পরিচালকের সম্মান পেয়েছেন সুদীপ্ত সেন (Sudipto Sen)। প্রসঙ্গত, এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছেন যুগ্মভাবে শাহরুখ খান (Shah Rukh Khan) ও বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। সেরা বাংলা ছবি- চলতি বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাংলা ছবি হিসাবে বিবেচিত হয়েছে,'ডিপ ফ্রিজ' (Deep Fridge)। আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী অভিনীত এই ছবি এক দাম্পত্যের গল্প বলে। ছবি পরিচালনা করেছেন অর্জুন দত্ত।
{link}
উল্লেখ্য, সেরা ফিল্ম ‘টুয়েলভথ ফেইল’। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: উর্বশী (উল্লোজুক্কু), জানকি বোদিওয়ালা (ভাশ), বিজয়রাঘবন (পুকলম), মুথুপেত্তাই সোমু ভাস্কর (পার্কিং) রয়েছে। এছাড়াও, নন ফিচার ফিল্মের সেরার তালিকায় সেরা সম্পাদনা: নীলাদ্রি রায় (মুভিং ফোকাস), সেরা সাউন্ড ডিজাইন: শুভ্রু সেনগুপ্ত (ফুলওয়ার্স অফ ধুন্ধগিরি)। সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (চেলিয়া-জওয়ান), রোহিত (প্রেমমাকয়া-বেবি)। সেরা শিশু শিল্পী: সুকৃতি বন্দিরেডি (গান্ধী তাতাহ চেট্টু), কবির খান্দেরে (জিপসি), ত্রিশা তোষারো, শ্রীনিবাস পোকালে, ভার্গব (নাল 2)।
{ads}