header banner

Vatra Bil : উত্তরবঙ্গে আছে এমন এক সুন্দর জলাশয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাঙালির ভ্রমণ মানেই হয় সমুদ্র নয় পাহাড় অথবা জঙ্গল। কিন্তু ঘরের কাছে এমন জায়গাও আছে,যেখানে পাহাড়,জলাশয়,জঙ্গল একসঙ্গে খেলা করে। হ্যাঁ, জলাশয় - সমুদ্র নয়,কিন্তু বলাহয় উত্তরবঙ্গের দিঘা। একবার জেনে নেওয়া যাক এই সুন্দর জায়গাটি সম্পর্কে। এমনিতেই বাংলা নদী-নালার দেশ। তাই এতো শস্য শ্যামল। আর দক্ষিণবঙ্গে আছে অজস্র হাওর-বাওর ও জলাশয়। তবে উত্তরবঙ্গে আছে এমন এক সুন্দর জলাশয়।

{link}

আজ আপনাদের এমনটি জায়গার কথা বলব, যেটি উত্তরবঙ্গে (North Bengal) হলেও দিঘার মতোই চোখ জুড়ানো দিগন্তবিস্তৃত জলরাশি রয়েছে সেখানে। ফেনা ওঠা ঢেউ হয়তো নেই, তবে নীলচে সবুজে সেই জলের বুকে আকাশের ছায়া পড়ে, যা দেখলে মন জুড়িয়ে যাবে। ভাটরা বিল (Vatra Bil) নামে খ্যাত এই জলাশয়টি পুরনো মালদহের (Maldah) যাত্রাডাঙা এবং সাহাপুর গ্রাম পঞ্চায়েতে এলাকার মাঝে রয়েছে এই।দিগন্ত বিস্তৃত এই বিলটির যোগসূত্র আছে ৩টি নদীর সঙ্গে। মহানন্দা, বেহুলা এবং টাঙ্গন, এই তিনটি নদীর সঙ্গে সংযুক্ত ভাটরার বিল। এমনিতে সারা বছর এই বিলে খুব বেশি জল থাকে না। তবে বর্ষায় এর রূপ হয় দেখার মতো। এমন নিরিবিলি প্রকৃতি যাদের পছন্দ,তারা স্বচ্ছন্দে দু'একদিনের জন্য ঘুরে আসতে পারেন ওখান থেকে।

{link}

 

গভীর জলে তখন ছায়া পড়ে কালো মেঘের। বিলের পাশে ঘাসের মধ্যে ফুটে থাকে নাম না জানা বুনোফুল। জলের ওপার দেখা যায় না এপার থেকে। গ্রামবাংলার অপরূপ প্রকৃতির সাক্ষী এই বিল। বর্ষায় এখানে নৌকা করে বিলের অনেকটা গভীর পযর্ন্ত ঘুরে আসা যায়। সেও এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। হাতে দুটো দিন ছুটি থাকলে একবার ঘুরে আসতেই পারেন এই বিল থেকে। এখানে ঘোরা হয়ে গেলে মদিনা, গৌড়ও দেখে নিতে পারেন। বর্ষায় ইতিমধ্যেই বেশ ভিড় হচ্ছে এখানে। তবে এখনও খুব বেশি লোক জানেন না এটির ঠিকানা। তাই এই বর্ষাতেই ঘুরে আসুন ভাটরার বিল থেকে। আনন্দে ভরে উঠবে আপনার মন। পরিবারের সবাইকে নিয়ে যান এই উত্তরবঙ্গের মিনি দিঘাতে।

{ads}

News Breaking News Travelling Vatra Bil Maldah সংবাদ

Last Updated :